শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’কে ধরতে সিএমপির পুরস্কার ঘোষণা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’কে ধরতে সিএমপির পুরস্কার ঘোষণা

শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’কে ধরতে সিএমপির পুরস্কার ঘোষণা

বারবার অভিযান চালিয়েও খুন, চাঁদাবাজি ও অস্ত্রবাজিতে শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’কে ধরতে ব্যর্থ হয়েছে পুলিশ। ফেসবুক লাইভে এসে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রকাশ্যে হুমকি দেওয়ার পর আদালতে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন তিনি। এতে নড়েচড়ে বসেছে নগর পুলিশ। সাজ্জাদকে ধরতে নগদ অর্থ পুরস্কার ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সিএমপি কমিশনার হাসিব আজিজের পক্ষে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শীর্ষ সন্ত্রাসী মো. সাজ্জাদ হোসেন সম্পর্কে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করলে পুরস্কৃত করা হবে।

বিজ্ঞাপন

সিএমপি পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এক বিবৃতিতে জানানো হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই মর্মে ঘোষণা করা হচ্ছে যে, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মো. সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদকে আইনের আওতায় আনার জন্য যে বা যারা ওই শীর্ষ সন্ত্রাসী মো.সাজ্জাদ হোসেনের অবস্থান সংক্রান্ত সঠিক তথ্য দিয়ে গ্রেফতারে পুলিশকে সহায়তা করবে তাকে-তাদেরকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে উপযুক্ত অর্থ পুরস্কার দেওয়া হবে। সংবাদদাতার-তথ্যদাতার-গ্রেফতারে সহায়তাকারীর পরিচয় অবশ্যই গোপন রাখা হবে।

সাজ্জাদ হোসেন ওরফে ‘বুড়ির নাতি’ চান্দগাঁও, হাটহাজারী, বায়েজিদ এবং পাঁচলাইশ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ ১০টিরও বেশি মামলার আসামি সাজ্জাদ বায়েজিদ থানা-সংলগ্ন হাটহাজারীর শিকারপুরের বাসিন্দা। সাজ্জাদ আলী খানের সহযোগী হয়ে অপরাধজগতে প্রবেশ করেন তিনি। বর্তমানে বিদেশে বসেই চাঁদাবাজি চালিয়ে যাচ্ছেন সাজ্জাদ।

বিজ্ঞাপন

সবশেষ ২৮ জানুয়ারি রাতে ফেসবুক লাইভে বায়েজিদ থানার ওসি আরিফুর রহমানকে প্রকাশ্যে হুমকি দিয়ে তিনি বলেন, তোর শাস্তি না হলে তোকে কুত্তার মতো পেটাবো। অক্সিজেন থেকে বায়েজিদ পর্যন্ত ন্যাংটা করে মারবো। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ওসি।