শহিদ সাগরের পরিবারের পাশে থাকার আশ্বাস রাজবাড়ীর ডিসির

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়ার ইউনিয়নের টাকাপোড়া গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে সাগর আহমেদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক সাগরের গ্রামের বাড়ীতে গিয়ে এই আশ্বাস দেন।

বিজ্ঞাপন

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, ওসি জামাল উদ্দিন, রাজবাড়ীর জেলা সমন্বয়ক মো: হাসিবুল ইসলাম শিমুলসহ সাগরের স্বজন ও প্রতিবেশিরা।

জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার বলেন, সাগরের মতো একটি ছেলে থাকা গর্বের বিষয়। বাবা-মা হিসেবে আপনারা যেমন গর্বিত। তেমনি সাগর আমাদের জন্যেও গর্বের। সাগর তার নিজের জীবন বিসর্জন দিয়েছে দেশের জন্য। দেশের জন্য সকলেই জীবন দিতে পারে না। নিশ্চয়ই সাগরকে আল্লাহ-তায়ালা ভালো রাখবেন। আপনাদের যেকোন প্রয়োজনে প্রশাসনের সাথে যোগাযোগ করবেন। প্রশাসন সব সময় আপনাদের পরিবারের পাশে থাকবে।

বিজ্ঞাপন

জেলা প্রশাসককে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন সাগরের মা গোলাপী বেগম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, তার সাগর অনেক ভালো একজন ছেলে ছিল। সাগর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত। তাদেরকে (বাবা-মা) খুব ভালবাসত। একটু অসুস্থ হলেই খোঁজ নিত। ঢাকাতে চিকিৎসা নেওয়ার জন্য ঢাকাতে যেতে বলত।

জেলা প্রশাসককে কাছে পেয়ে সাগরের মা জেলা প্রশাসনের কাছে ছেলের নামে বালিয়াকান্দি মডেল মসজিদের নামকরণ করার অনুরোধ জানান। সেই সাথে সাগরের কবরস্থানটির সীমানা প্রাচীর নিমার্ণ, নারুয়া গোল চত্বরটি সাগরের নামে নির্মাণ করার অনুরোধ জানান।

সাগরের মায়ের অনুরোধটি রাখার আশ্বাস প্রদান করে জেলা প্রশাসক বলেন, মডেল মসজিদটি কেবল মাত্র নির্মিত হচ্ছে। মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হলে পরবর্তীতে তারা এ বিষয় নিয়ে কাজ কবেন। সেই সাথে সাগরের কবরস্থানটির সীমানা প্রাচীর ও গোল চত্বররের বিষয়ে দ্রত ব্যবস্থা নেওয়ার জন্য ইউএনওকে নির্দেশ দেন।

উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের মধ্যে ১৯ জুলাই মিরপুর গোলচত্বরে পুলিশের গুলিতে মারা যান সাগর আহমেদ (২১)। তিনি মিরপুর সরকারি বাঙলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় বর্ষেও ছাত্র ছিলেন।

বালিয়াকান্দিতে দিনব্যাপী সফরে জেলা প্রশাসক সকালে স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এরপর চলে যান শহিদ সাগরের গ্রামের বাড়ী নারুয়ার টাকাপোড়া গ্রামে। সেখান থেকে এসে উপজেলা পরিষদের সভাকক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যামকর্মী ও সুধীজনের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময় শেষে জেলা প্রশাসক স্থানীয় শিশু পার্কের সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন এবং গাছের চারা রোপন করেন।