দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিন: আবুল খায়ের ভূঁইয়া

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, লক্ষ্মীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেন, ধৈর্য্যের একটি সময় থাকা প্রয়োজন। সংস্কার করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করুন। আমরা চাই না অন্তবর্তীকালীন সরকারে বিরুদ্ধে আন্দোলন করতে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ সঠিক ভাবে পরিচালিত হবে। এ সরকার দেশ পরিচালনায় ব্যর্থ। এখনও আওয়ামী লীগের দোষররা বিভিন্ন দফতর নিয়ন্ত্রণ করছে। দেশে এখনও স্থিতিশীল অবস্থা আসেনি। তাই দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করুন।

খায়ের ভূঁইয়া আরও বলেন, শেখ হাসিনা পরিবার যত অর্থ পাচার করেছে, তা দিয়ে এদেশের কৃষক জনতার ভাগ্য পরিবর্তন করা যেতে। কিন্তু তারা দৃশ্যমান কিছু উন্নয়ন দেখিয়ে হাজার হাজার কোটি অর্থ পাচার করেছে।

বিজ্ঞাপন

অন্তর্বর্তীকালীন সরকারকে বিদ্রুপ করে বলেন, অনেকেই স্বপ্ন দেখছেন হাসিনা ফিরে আসবে। তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

উত্তর হামছাদী ইউনিয়ন কৃষকদলের আয়োজনে মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা (পশ্চিম) বিএনপির আহ্বায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক একেএম ফরিদ উদ্দিন, জেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর আলম মামুন, সিনিয়র সহ-সভাপতি বদরুল আলম শ্যামল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, সাবেক ছাত্রনেতা এমএ মমিন, মাহতাব উদ্দিন জিমি প্রমুখ।

সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আব্দুল মোমেন মোতালেব ও সঞ্চালনা করেন সদস্য সচিব দ্বীন মোহাম্মদ সবুজ।