খুলনায় ভোক্তা অধিকারের অভিযানে ৪ হাজার সিগারেট জব্দ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গোপন সংবাদের ভিত্তিতে খুলনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বয়রা পূজা খোলা বাজারে কোমল স্টোরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিকাল তিনটায় এই অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

এ সময় এক দোকান থেকে ড্যানি ডফ, মন্ড এপেল, মন্ড স্ট্রবেরি, আরকে ব্লাক, ওরিস সহ বেশকিছু বিদেশি ব্রান্ডের ৪ হাজার ৭শ শলাকা অবৈধ সিগারেট উদ্ধার করে । এসময় দোকানদারকে ৪ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত এবং জব্দকৃত সিগারেটগুলো জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

ভ্রাম্যমাণ আদালত অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক মো. সেলিম । অভিযানে সহায়তা করে খুলনা জেলা পুলিশ । নকল ও অবৈধ বিদেশি সিগারেট বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে অধিদপ্তর সূত্রে জানা যায়।

বিজ্ঞাপন