শিক্ষার্থীদের অধিকার নিয়ে ছাত্ররাজনীতি হওয়া উচিত: শিবির সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, ছাত্ররাজনীতি হওয়ায় উচিত শিক্ষার্থীদের অধিকার নিয়ে। ছাত্রসংগঠনগুলো যদি ছাত্রলীগের ফ্রেম থেকে বের না হয়, তাহলে এদেশের মানুষ তা গ্রহণ করবে না।
বুধবার (৪ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোট আয়োজিত ‘বিপ্লবোত্তর ছাত্র-ঐক্য’ সমাবেশে তিনি এসব কথা বলেন।
শিবির সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, আমাদের দেশের ছাত্র, নাগরিক যে অধিকার পাওয়ার কথা ছিল আওয়ামী আমলে তা পায়নি। তারা এমন একটা শিক্ষা ব্যবস্থা দিয়েছিল, তা ছিল দিল্লির অ্যাজেন্ডা বাস্তবায়ন।
তিনি বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হবে। গত ৩০ বছরে মাত্র একটা ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। শিক্ষার্থীদের অধিকার আদায়ে ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ দিতে হবে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি সঠিক পথ ছাত্র সংসদ। ঐক্যের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সংসদ নির্বাচন। ক্যাম্পাসে সংঘাতমুক্ত করতে হলে ছাত্র সংসদের বিকল্প নেই।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সাংবাদিক জোটের ঐক্যের ডাককে প্রশংসনীয় উল্লেখ করে তিনি বলেন, ২৪ -এর আন্দোলনে সরকার তার রাষ্ট্রীয় বাহিনী নিয়ে সমগ্র ছাত্র-জনতার ওপর ঝাঁপিয়ে পড়েছিল। পরবর্তী সময়ে ছাত্র-জনতার ঐক্যের কারণে বিজয় নিশ্চিত হয়েছে। এই ঐক্য ছাড়া জাতির সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।
এসময় তিনি পিলখানার ও শাপলা চত্বরে হত্যার বিচার দাবি করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাহমুদুল হাসান তানভীরের সভাপতিত্বে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি সুবর্ণ আসসাইফের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, জাস্টিস ফর জুলাই এর জবি আহ্বায়ক সজিবুর রহমান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি নুরুল বাশার আজিজী, এবং অন্যান্য সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ।