বিএনপির ৩১ দফা দাবির মধ্য দিয়েই রাষ্ট্রকে পুননির্মাণ করা সম্ভব

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতিকে বাঁচাতে হলে শেখ হাসিনা সংবিধানের উপর যে আঘাত এনেছেন সেই সংবিধানকে সঠিকভাবে প্রণীত করতে হবে। রাষ্ট্র ব্যবস্থাকে সঠিক পথে আনতে হবে। আর এক্ষেত্রে বিএনপির ৩১ দফা দাবির মধ্য দিয়েই রাষ্ট্রকে পুননির্মাণ করা সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম।

বিজ্ঞাপন

রোববার (৫ জানুয়ারি) দুপুর সাড়ে ৩ টার দিকে সাভার উপজেলায় আশুলিয়ার শ্রীপুর এলাকায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন তিনি।

অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ৫ আগস্টের আগে আমাদের সংসদ সদস্য ইলিয়াস আলীসহ অনেককে খুন, গুম, হত্যা করা হয়েছে। এসবের জন্য শুধু শেখ হাসিনাকেই বললে হবে না ভারতের মোদিকেও বলতে হবে। আমাদের অনেক নেতা-কর্মীকে ভারতে নির্বাসনে দেয়া হয়েছে। আমরা প্রতিবেশী দেশকে বলতে চাই। আজকে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আপনাদের উচিত হবে প্রতিবেশী বন্ধু হিসেবে থাকা।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, প্রফেসর ইউনূসকে বলতে চাই, আপনি একজন সজ্জন ব্যক্তি। আপনার বিরুদ্ধে মামলা করা হয়েছিলো। বেগম খালেদা জিয়া বলেছিলেন ওই মামলা সম্পূর্ণ মিথ্যা ও পরিকল্পিত। আপনি নিজেও জানেন খালেদা জিয়া, তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা মিথ্যা ও পরিকল্পিত। শুধু আমাদের বিরুদ্ধে নয় কবরবাসীর বিরুদ্ধেও মামলা দেয়া হয়েছিলো। তাতেই বোঝা যায় কবরের মানুষও শেখ হাসিনার কাছ থেকে মুক্তি পায় নাই। প্রফেসর ইউনূস সাহেব আপনার সকল মামলাগুলো প্রত্যাহার করা হলো। কেন খালেদা জিয়া, তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার করা হলো না। কেন কবরবাসীদের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার করা হয় নাই।

কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, দেশের প্রতিটি নাগরিকের কাছে ৩১ দফার মূল প্রতিপাদ্য পৌঁছে দিতে হবে। এই ৩১ দফার মধ্যে মানুষের জীবনের, রাষ্ট্র চালানোর জন্য যত ধরণের সংস্কার প্রয়োজন সকল সংস্কারের কথা বলা হয়েছে। একটা সময় ছিলো যখন বিএনপি খোঁজে পাওয়া যেতো না। এখন বিএনপি ছাড়া আর কেউ নেই এদেশে। আমাদের সচেতন থাকতে হবে আওয়ামী লীগের অনেকে ঘাপটি মেরে আমাদের সঙ্গেই আছেন, সুবিধা নিচ্ছেন। তারাই সুযোগ পলে আমাদের ছোবল মারবে। বিএনপির যারা ত্যাগ স্বীকার করছেন তাদেরকে মূল্যায়ন করতে হবে। আগলে রাখতে হবে।

আশুলিয়া থানা বিএনপি আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মো. সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, জ্যেষ্ঠ যুগ্ম-সম্পাদক সামসুল ইসলাম ও সাভার থানা বিএনপির সভাপতি সাইফ উদ্দিন সাইফুল।