সাড়ে ৭ বছর পর বিমানবন্দরে খালেদা জিয়া

  • স্টাফ করেস্পন্ডেন্ট, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের শাসনামলে দীর্ঘদিন উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে পারেননি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘদিন তার বাসভবন ফিরোজা থেকে আদালত, কারাগার কিংবা হাসপাতাল এই তিন বিশেষ স্থানেই ছিলো বেগম জিয়ার যাতায়াত।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ৮টা ১৫মিনিটে গুলশানের বাসা ফিরোজা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সর্বশেষ ২০১৭ সালের জুলাই মাসে বিদেশে গিয়েছিলেন তিনি। দীর্ঘ ৭ বছর পর আবারও হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবেন খালেদা জিয়া।

উন্নত চিকিৎসার মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে যুক্তরাজ্যের উদ্দেশে যাত্রা করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এই সুবাদে সাড়ে সাত বছর পর লন্ডনে ছেলে তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হবে।

বিজ্ঞাপন

লন্ডনের চিকিৎসকরা সুপারিশ করলে খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রের জন হপকিনস ইউনিভার্সিটি হসপিটালে নেওয়া হবে। চিকিৎসা শেষে তিনি কবে দেশে ফিরতে পারেন এ তথ্য জানাতে পারেননি বিএনপি চেয়ারপারসনের চিকিৎসকরা।