‘আরো ভালো খেলতে জানি, সারাবছর মাঠে থাকতে চাই’
টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এবারো দেশে ফিরে চ্যাম্পিয়ন কন্যারা পেয়েছেন ছাদখোলা বাসের অভ্যর্থনা। সবার ভালবাসায় যেমন সিক্ত হয়েছেন তেমনি পেয়েছেন বড় অঙ্কের আর্থিক পুরস্কারও। তবে জাতীয় দলের এই ফুটবলারদের কিছু দাবিও আছে।
সেসব নিয়েই সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড় সানজিদা আক্তার। বার্তা২৪.কম-এর পাঠকদের জন্য সেই স্ট্যাটাসটির চুম্বক অংশ তুলে ধরা হলো-
‘‘ভালো করা ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ট্রফি ধরে রাখার বিশাল চাপ নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে যাওয়া এবং আবারো চ্যাম্পিয়ন হয়ে স্বপ্নিল এক যাত্রার সমাপ্তি। ফাইনালে প্রচুর দর্শকের চাপ সামলে স্বাগতিক মঞ্চ থেকে টানা দুইবার ট্রফি নিয়ে আসা অবশ্যই আমাদেরকে আলাদাভাবে আত্ববিশ্বাস জোগায়।
দেশে এসে ছাদখোলা বাস সবকিছুই আমাদেরকে আবারো ভালো খেলতে উৎসাহ জোগাবে। ২০২২ সালে পরোক্ষভাবে ছাদখোলা বাসের অভিপ্রায় থাকলেও এবার সেটি বলা হয়নি। কারণ আমরা নিশ্চিত ছিলাম এবার সেটি অনুমিতভাবেই ঘটবে। আর সেটি পেয়ে আমরা কৃতজ্ঞ। ধন্যবাদ যারা এই আয়োজনের সাথে যুক্ত ছিলেন তাদের প্রত্যেকজনকে। প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যারা আমাদের সর্বদা সমর্থন দিয়েছেন, তাদের সবাইকে। আমাদের এই উৎসবের মুহুর্তকে জাতির সামনে তুলে ধরা ও ভবিষ্যতের জন্য আর্কাইভ করার জন্য মিডিয়ার সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।
আমরা সারাবছর মাঠে থাকতে চাই। আমরা বিশ্বাস করি, আমরা আরো ভালো খেলতে জানি। আমাদের সারা সিজন মাঠে থাকার কারণে যদি দর্শক আবারো গ্যালারিতে আসে দিনশেষে সেটি দেশের ফুটবলের লাভ। কারণ আমরা যাই কিছু করি, সবটুকু দর্শকদের জন্য। আমরা মাঠে থাকতে চাই এদেশের সকল ফুটবলপ্রেমী মানুষদের জন্য। রোদকে উপেক্ষা করে যেসকল ছোট বাচ্চারা রাস্তার পাশে দাঁড়িয়েছিলো আমাদের একনজর দেখার জন্য, সেই সকল নিষ্পাপ চেহারাগুলোর জন্য।’’