প্রধান উপদেষ্টার পরিকল্পনায় নতুন মাত্রা পাচ্ছে বিপিএল
তিনদিন পিছিয়ে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হবে ৩০ ডিসেম্বর। দেশের রাজনৈতিক পালাবদলের পর প্রথম বিপিএল। তাইতো এটিকে রঙিন করে রাখতে চেষ্টার কোন কমতি থাকছে না ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ৭ দলের টুর্নামেন্টের ফাইনাল ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি।
এবারের আসরটির পরিকল্পনা ও নকশায় সরাসরি যুক্ত থাকছেন প্রধান উপদেষ্টা নোবেল জয়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস।
একমাসেরও বেশি সময় চলা এই বিপিএল ঘিরে এক কর্ম পরিকল্পনা তৈরি করছে বিসিবি। এবার এই ফ্রাঞ্চাইজি ক্রিকেটকে ভিন্নমাত্রা দিতে চায় তারা। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও যুক্ত রয়েছেন পুরো আয়োজনে। এমনটাই জানালেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সোশ্যাল মিডিয়া পেজে প্রকাশিত ভিডিওতে বিপিএল প্রসঙ্গে কথা বলেন ফাহিম। তিনি জানান, ‘এবারের বিপিএলকে ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা আছে আমাদের। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস নিজেই এর সাথে যুক্ত রয়েছেন, এটা আমাদের জন্য দারুণ একটা সুখবর। আমাদের ক্রীড়া উপদেষ্টা অত্যন্ত ঘনিষ্ঠভাবে বিপিএলের সাথে জড়িত।’
ফাহিম আরও বলেন, ‘বিপিএলের যে শক্তি, আমাদের দেশে এমন উপলক্ষ্য খুব বেশি আসে না যেটাকে নিয়ে সবাই যুক্ত থাকি। বিপিএল তেমন এক উপলক্ষ্য।’
এবারের বিপিএল উৎসবমুখর করতে চায় বিসিবি। বিসিবি পরিচালক বলেন, ‘বিপিএলকে যেন সারা দেশে ছড়িয়ে দিতে পারি। শুধু খেলা না, খেলার বাইরেও আরও অনেক ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। এটুকু বলতে পারি, প্রত্যেক জেলা-উপজেলা মিলে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম, হতে পারে খেলার আয়োজন, মেলার আয়োজন, সাংস্কৃতিক কার্যক্রম; যতদিন বিপিএল চলবে সব সাধারণ মানুষ বিপিএলের সাথে যুক্ত থাকবে। ব্র্যান্ডিংয়ের প্রয়াস থাকবে, সারা পৃথিবী জুড়ে প্রচারিত হবে, দেখবে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে।'
একইসঙ্গে জানা গেছে বিপিএল প্রচারের অংশ হিসেবে এবার কনসার্টসহ বিভিন্ন অনুষ্ঠান হবে।