নতুন দুশ্চিতায় ভারত!

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রোহিত শর্মার সঙ্গে যশস্বী জয়সওয়ালের জুটি শেষ এক বছর ধরে ভরসা দিচ্ছে দলটাকে

রোহিত শর্মার সঙ্গে যশস্বী জয়সওয়ালের জুটি শেষ এক বছর ধরে ভরসা দিচ্ছে দলটাকে

ওপেনিং জুটি নিয়ে সমস্যা দাঁড়িয়ে গেছে ভারতের। বোর্ডার গাভাস্কার সিরিজের আগে অস্ট্রেলিয়ার মাটিতে এ দলের সিরিজ থেকে সে সমস্যা সমাধানের আশা করছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে ওপেনিংয়ে ক্রমাগত ব্যর্থতা তাদের দুশ্চিন্তা বাড়িয়েই চলেছে ক্রমে।

টেস্ট ক্রিকেটে ভারতের ওপেনিং নিয়ে সমস্যা ছিল না। রোহিত শর্মার সঙ্গে যশস্বী জয়সওয়ালের জুটি শেষ এক বছর ধরে ভরসা দিচ্ছে দলটাকে। তবে আসছে বোর্ডার গাভাস্কার সিরিজের প্রথম ম্যাচে দলটা রোহিত শর্মাকে পাবে না। ব্যক্তিগত কারণে এই টেস্টে খেলতে পারবেন না রোহিত। যার ফলে ওপেনিং নিয়ে এ দলের সিরিজের দিকে তাকিয়ে ছিল দলটা।

বিজ্ঞাপন

তবে এ দলের হয়ে ওপেনিংয়ে খেলা লোকেশ রাহুল ও অভিমন্যু ইশ্বরনের ক্রমাগত ব্যর্থতা টিম ম্যানেজমেন্টকে ভাবাচ্ছে বেশ করে। আজ থেকে শুরু হওয়া দ্বিতীয় অনানুষ্ঠানিক টেস্টেও ব্যর্থ হয়েছেন দুজনে।

অনভিষিক্ত অভিমন্যু ও ৫৩ টেস্টের অভিজ্ঞতা থাকা রাহুল আসছে বোর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে জয়সওয়ালের সঙ্গী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন। আজ মাইকেল নেসারের শিকার বনেছেন দুজনেই। তিন বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন অভিমন্যু। এদিকে রাহুল ৪ রান করে শিকার বনেছেন স্কট বোল্যান্ডের।

বিজ্ঞাপন

মেলবোর্নের বাউন্সি উইকেটে ১১ রানে ৪ উইকেট খুইয়ে বসেছিল ভারত। এরপর ধ্রুব জুরেলের ৮০ রানের ইনিংসে ভর করে ১৬১ রানে পৌঁছে দলটা। নেসার ৪ উইকেট নেন ২৭ রান খরচায়। জবাবে অস্ট্রেলিয়া এ দল দিন শেষ করেছে ২ উইকেট খুইয়ে ৫৩ রান নিয়ে।