প্রথম সেশনেই কোণঠাসা ভারত
নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়ে অস্ট্রেলিয়ায় পা রেখেছে ভারত। তবে সে দুঃস্মৃতি পেছনে ফেলে এই সিরিজে নামার প্রত্যয় জানিয়েছিলেন ভারত অধিনায়ক যশপ্রীত বুমরাহ। তবে তার দল তা করতে পারল কোথায়?
বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৫১ রান তুলতেই খুইয়ে বসেছে ৪ উইকেট। মিচেল স্টার্ক আর জশ হেইজেলউড মিলে সফরকারীদের টপ অর্ডারকে রীতিমতো দুমড়ে মুচড়েই দিয়েছেন।
দিনের তৃতীয় ওভারের প্রথম বলেই আঘাত হানেন স্টার্ক। তার ফুল লেংথের ডেলিভারিতে জয়সওয়াল ড্রাইভ করতে চেয়েই বিপদে পড়েন। লাফিয়ে ওঠা বলে টাইমিং ঠিকঠাক হয়নি। গালিতে থাকা ম্যাকসোয়েনির হাতে গিয়ে জমা পড়ে তা। ৫ রানে প্রথম উইকেট হারায় ভারত।
এরপর উইকেটে আসা দেবদূত পাড়িক্কাল ২৩ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। জশ হেইজেলউডের হঠাৎ বেরিয়ে যাওয়া বলে তিনি উইকেটের পেছনে ক্যাচ দেন।
অফ স্টাম্পের একটু বাইরের বলে কোহলিরও সর্বনাশ করে ছেড়েছেন হেইজেলউড। হঠাৎ লাফিয়ে ওঠা ডেলিভারিতে কোহলি ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে, উসমান খাজার হাতে। ৫ রান করে বিদায় নেন তিনি, ৩২ রানে ভারত খুইয়ে বসে ৩ উইকেট।
এক পাশ আগলে রেখে ভারতকে আশা দেখাচ্ছিলেন লোকেশ রাহুল। তবে তার বিদায় হয় মধ্যাহ্ন বিরতির একটু আগে। তার বিদায়টা একটু বিতর্কই ছড়াল বৈকি! স্টার্কের বলটা অ্যালেক্স ক্যারি পর্যন্ত যেতে যেতে রাহুলের ব্যাট ছুঁয়ে গেছে কি না, তা নিয়ে সন্দেহ ছিল, আম্পায়ার রিচার্ড কেটেলবরো তাতে সাড়া দেননি।
তবে রিভিউ নিয়ে সফল হয় অস্ট্রেলিয়া। রিভিউতে তার ব্যাটে বল লেগেছিল কি না, তা নিয়েই সন্দেহ জেগেছিল, ব্যাট যখন বল পেরিয়ে যাচ্ছে, তখন ব্যাটের অন্য পাশটা প্যাডে লেগেছিল। স্নিকোমিটারে তাই স্পাইক দেখা গেছে, আর কোনো অ্যাঙ্গেল থেকে না দেখেই তৃতীয় আম্পায়ার সিদ্ধান্ত দেন, রাহুল আউট।
তা নিয়ে এখন সমালোচনার ঝড়ই বয়ে যাচ্ছে। ভারতের সাবেক ওয়াসিম জাফর টুইট করে একহাত নিয়েছেন এই সিদ্ধান্তকে।
তবে যা হওয়ার তা তো হয়েই গেছে! এখন মাঠে আছেন ঋষভ পান্ত আর ধ্রুব জুরেল। পান্ত ১০ আর জুরেল অপরাজিত আছেন ৪ রানে। তাদের ওপরই এখন ভরসা রাখতে হবে সফরকারীদের।