ভাল কিছুর প্রতিশ্রুতি দিলেন তামিম

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

তানজিদ হাসান তামিম

তানজিদ হাসান তামিম

৮ ডিসেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজের বাংলাদেশ দলে আছেন তানজিদ হাসান তামিম। ক্যারিবিয়দের সঙ্গে লড়তে আজ দেশ ছাড়লেন তানজিদ হাসান তামিম। দেশ ছাড়ার আগে এই তরুণ ব্যাটার শোনালেন আশাবাদী কথা।

সোমবার মিরপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তামিম। জানালেন কেন ব্যাট হাতে তিনি তেমন বড় কোন ইনিংস খেলতে পারছে না। কেন হতাশ হতে হচ্ছে। তানজিদ তামিম বলেন, ‘দেখুন, আমার যেটা মনে হয়, আরেকটু দায়িত্ববোধ বাড়াতে হবে। কারণ বেশিরভাগ ইনিংস আমি ভালো শুরু করেছি, ওখান থেকে ক্যারি করতে পারিনি। এখন থেকে আমার চেষ্টা থাকবে আমি যদি ইনিংসে ভালো শুরু করি, সেখান থেকে দায়িত্ববোধ নিয়ে কীভাবে ইনিংসটা বড় করবো।’

বিজ্ঞাপন

তামিম মনে করেন তাকে দিয়ে সম্ভব। আরও বলছিলেন, ‘আমি যদি ভালো গেম প্ল্যান নিয়ে নামতে পারি এবং ভালো শুরু করার পর যদি ইনিংসটা ক্যারি করতে পারি। আশা করি যে এখান থেকে আরও ভালো হওয়া সম্ভব।’

এ বছর সবমিলিয়ে চারটি ওয়ানডে খেলেছেন তামিম। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে ৮১ বলে ৮৪ রান করেন। এরপর এ বছর তিনটি ওয়ানডেতে করেন যথাক্রমে ৩, ২২ ও ১৯ রান করে। তামিম ইকবাল ওয়ানডে দলে অনিয়মিত হওয়ার পরদলে নিয়মিত থাকছেন এই তরুণ। ১৮ ওয়ানডে খেলে যদিও ফিফটি মাত্র ২টি।

বিজ্ঞাপন

তানজিদ তামিম নিজের ভুলটা বুঝতে পেরেছেন, ‘আমি যেসব শট খেলে আউট হয়েছি- মনে হয় মানসিক জিনিসটাই বেশি মেটার করে এখানে। আমার মতে স্কিলের অনেক দিকেই ঘাটতি থাকতে পারে। সে জিনিসটা তো আমরা নিয়মিত কাজ করেই যাচ্ছি। এই দুইটার কম্বিনেশন যদি ভালো হয় তাহলে ইনিংসটা বড় হওয়া সম্ভব।’

এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে আগামী ৮ ডিসেম্বর। ১০ ডিসেম্বর দ্বিতীয় ও সিরিজের শেষ ম্যাচ হবে ১২ ডিসেম্বর। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে।

ওয়েস্ট ইন্ডিজ সফরের বাংলাদেশ ওয়ানডে দল-

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।