মুসোলিনির গোলের পর ফ্যাসিস্ট স্যালুট, যা বলল ‘অভিযুক্ত’ ক্লাব

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ইতালির দ্বিতীয় বিভাগ সিরি বি’তে গত শনিবার বিরাট এক কাণ্ডই ঘটে গেছে। রোমানো ফ্লোরিয়ানি মুসোলিনি গোল করেছেন জুভে স্টাবিয়ার হয়ে, এরপর ক্লাবের সমর্থকরা তা উদযাপন করেছিলেন ফ্যাসিস্ট স্যালুট দিয়ে।

এরপরই ইতালির ফুটবল নড়েচড়ে বসে। জানায়, শিগগিরই তদন্ত হবে এই বিষয়ের। তবে এবার পুরো অভিযোগটা প্রত্যাখ্যান করেছে মুসোলিনির ক্লাব স্টাবিয়া। একটি বিবৃতিতে তাদের ভক্তদের বিরুদ্ধে ফ্যাসিস্ট স্টাইলের স্যালুট ব্যবহার করে গোল উদযাপনের অভিযোগ সংক্রান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে।  

বিজ্ঞাপন

শনিবার ইতালির দ্বিতীয় স্তরের সিরি বি লিগে সিয়েনার বিপক্ষে ১-০ গোলের জয় পায় জুভে স্টাবিয়া। জয়সূচক গোলটা আবার করেছিলেন ইতালির যুদ্ধকালীন ফ্যাসিস্ট একনায়ক বেনিতো মুসোলিনির প্রপৌত্র রোমানো ফ্লোরিয়ানি মুসোলিনি।  

রোমানো ফ্লোরিয়ানি মুসোলিনি, যিনি রাজনীতিক আলেসান্দ্রা মুসোলিনির পুত্র, তার গোল উদযাপনের সময় স্টেডিয়ামের ঘোষক তার প্রথম নামটি উচ্চারণ করেন এবং প্রতি বার দর্শকেরা তার পদবীটি চিৎকার করে উচ্চারণ করেন। সেই সঙ্গে তারা হাত উঁচু করে উদযাপন করেন।  

বিজ্ঞাপন

ইতালীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয় যে, সমর্থকরা ফ্যাসিস্ট অনুসারীদের ব্যবহৃত স্যালুটটিই করেছেন তারা।

এরপর মঙ্গলবার এক বিবৃতিতে জুভে স্টাবিয়া জানিয়েছে, ‘আমরা সোনার ছেলে রোমানো ফ্লোরিয়ানি মুসোলিনির বিষয়ে কোনো ধরনের অপব্যবহার মেনে নিতে পারি না। একই সঙ্গে আমাদের ভক্তদের সম্পর্কেও বলতে চাই, তারা অতীতের মতোই যেকোনো ক্রীড়াবিদের অর্জনকে উদযাপন করেছে।’