কর্পোরেট ক্রিকেটের ফাইনালে সেনা কল্যাণ-ব্র্যাক ব্যাংক

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড কর্পোরেট অ্যামেচার ক্রিকেটের টি-ফরটি ফরম্যাটে ফাইনালে উঠেছে সেনা কল্যাণ সংস্থা ও ব্র্যাক ব্যাংক লিমিটেড। সেনা কল্যাণ সংস্থা ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে। আরেক ম্যাচে ব্র্যাক ব্যাংক ১০ রানে হারিয়েছে ক্যাডেট একাদশকে।

পুলিশ স্টাফ কলেজ মাঠে শুক্রবার অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনী। ১৭ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতে চাপে পড়ে দলটি। ৬৫ বলে ৪২ রান করা রাহাত মল্লিক ইনিংস মেরামতের কাজ করেন। সারোয়ার হোসেনের ২ চার ও ৬ ছক্কায় সাজানো ৫৮ বলে ৭৩ রানের ঝড়ো ইনিংস সেনাবাহিনীকে লড়াইয়ে পুঁজি এনে দেয়। নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেটে ১৯৬ রান করে দলটি। সেনা কল্যাণ সংস্থার আবু নাসের ইবনে শহীদ ২৯ রানে ৪ উইকেট নিয়েছেন।

বিজ্ঞাপন

মারুফ হোসেনের ৮৫ রানের ইনিংস সেনা কল্যাণ সংস্থাকে জয়ের পথ দেখায়। তৌফিক হোসেন সওদাগর (অপরাজিত ২৬), মাহফুজুল ইসলাম ইমন (২২), আসাব উদ দৌলা হিরার (২২) ছোট ইনিংসগুলো জয়ের পথটা প্রশস্ত করেছে। শেষপর্যন্ত ৩৮.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে সেনা কল্যাণ সংস্থা। আবু নাসের ইবনে শহীদ ম্যাচ সেরা হয়েছেন।

বিকেএসপিতে টস জয়ী ক্যাডেট একাদশ প্রতিপক্ষ ব্র্যাক ব্যাংককে ব্যাটিংয়ে পাঠায়। এহসান বণিকের ৪০, শাহরিয়ার ইসলাম সুমনের ২৪, নুর আলমের ২০, তৌহিদুল ইসলাম জনির ১৯ রানের ইনিংসের কল্যাণে ৩৮.১ ওভারে অলআউট হওয়ার আগে ১৬২ রান সংগ্রহ করে ব্র্যাক ব্যাংক। ক্যাডেট একাদশের তিন বোলার ১০ উইকেট ভাগ করে নিয়েছেন। রাজিব মাহমুদ শুভ ২৫ রানে ৪ উইকেট নিয়েছেন।

বিজ্ঞাপন

এ কে এম হুসনা হাবিব মেহেদী ১০ রানে ৩ উইকেট নিয়েছেন, মো. ফখরুল আলম ৩ উইকেট নিয়েছেন ৪৫ রানে। ১ রানে ৩ এবং ২৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়েছিল ক্যাডেট একাদশ। নাজমুল হোসেনের ৭৬ রানের কল্যাণে লড়াইয়ে ফিরেছিল দলটি। রাফি ফাইরুজ হক করেছেন ৩২ রান। শেষপর্যন্ত ৩৮.৩ ওভারে অলআউট হওয়ার আগে ১৫২ রান করে ক্যাডেট একাদশ। শেখ আবু সাঈদ ৩০ রানে ৩ উইকেট নিয়েছেন। শাহরিয়ার ইসলাম সুমন ও এহসান বণিক নিয়েছেন ২ উইকেট করে।