সাব্বির ঝড়ে ঢাকার লড়াইয়ের পুঁজি
তিনি মাঠের কীর্তির চেয়ে মাঠের বাইরের কীর্তি দিয়েই বেশি পরিচিত। এই চলতি বিপিএলেও তিনি শাস্তিস্বরূপ এক ম্যাচ স্কোয়াডের বাইরে ছিলেন। তবে যে কারণে এতকিছুর পরেও সাব্বির রহমানের কদর করা হয় কেন, তারই একটা ঝলক দেখালেন তিনি। ডুবতে থাকা ঢাকাকে ঝোড়ো এক ফিফটিতে উদ্ধার করলেন। তার দারুণ ইনিংসে ভর করেই ঢাকা ক্যাপিটালসের সংগ্রহ দাঁড়াল ৫ উইকেট খুইয়ে ১৭৭। চিটাগং কিংসের সামনে লক্ষ্যটা দাঁড়াল ১৭৮ রানের।
ঢাকার ইনিংসে আজ আরও একটা ফিফটি আছে। সেটা তানজিদ হাসান তামিমের। তবে এরপরও ঢাকার ইনিংসের হাইলাইটস সাব্বিরের এই ইনিংসই। ১৪ ওভার শেষে ৩ উইকেটে ঢাকার রান ছিল ৮৮। সেখান থেকে ঢাকা শেষমেশ তুলল ১৭৭, তাতে বড় অবদানটা তো তারই।
সাব্বিরের ইনিংসটার দিকে তাকান। ৩৩ বলে তিনি করেছেন অপরাজিত ৮২ রান। শুরুটা হয়েছিল ১৫তম ওভারে। সে ওভারে আসে ২৬, এরপরের ওভারে ১৪। ২২ বলে হাফ সেঞ্চুরি করে ফেলেন তিনি। শেষ ওভারে স্ট্রাইক ফেরত পেলে হয়তো সেঞ্চুরিটাও হয়ে যেতে পারত তার।
তবে যা হয়েছে তাও কম কীসে? প্রায় ৪ বছর পর তিনি পেলেন স্বীকৃত টি-টোয়েন্টিতে ফিফটির দেখা। তাও আবার রাজসিক চালে, স্বমহিমায়। টি-টোয়েন্টিতে এটা তার চতুর্থ সর্বোচ্চ ইনিংস। ২০১৬ সালে বরিশাল বুলসের বিপক্ষে ১২২ রানের ইনিংসটি সবার শীর্ষে।
তার এই ইনিংসে ভর করে ঢাকা শেষ ৬ ওভারে তোলে ৮৯ রান। ইনিংস শেষ করে লড়াইয়ের পুঁজি হাতে নিয়ে। ব্যাটারদের কাজ সাব্বির একাই প্রায় করে দিয়েছেন। এবার তবে ঢাকার বোলারদের পালা।