প্রতিশোধ তুলে শীর্ষে রইল মোহামেডান

  • Apon tariq
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ফেডারেশন কাপ থেকে বিদায়ের দুঃখ নিয়ে প্রিমিয়ার লিগে ঘুরে দাঁড়িয়েছে মোহামেডান। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে ৩-১ গোলের জয় তুলে নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও দৃঢ় করেছে আলফাজ আহমেদের দল। মুন্সীগঞ্জে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে শুক্রবারের এই জয়ে মোহামেডানের সাত ম্যাচে শতভাগ সাফল্য নিয়ে ২১ পয়েন্ট। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রহমতগঞ্জ।

ফেডারেশন কাপ থেকে মোহামেডানের বিদায়ের কারণ হয়েছিল রহমতগঞ্জের কাছে ১-০ গোলের পরাজয়। এবার প্রিমিয়ার লিগেও শীর্ষস্থান হারানোর শঙ্কা তৈরি হয়েছিল তাদের সামনে। তবে রাজু আহমেদ জিসান, সুলেমানে দিয়াবাতে ও এমানুয়েল সানডের দুর্দান্ত পারফরম্যান্সে সেই শঙ্কা দূর করে জয় নিশ্চিত করেছে মোহামেডান।

বিজ্ঞাপন

প্রথমার্ধের যোগ করা সময়ে মোহামেডান গোলের দেখা পায়। মেহেদী হাসান মিঠুর ক্রস অফসাইডের ফাঁদ এড়িয়ে নিয়ন্ত্রণে নিয়ে জিসান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান। বিরতির আগেই ম্যাচ সমতায় ফিরে আসতে পারত রহমতগঞ্জ। স্যামুয়েল বোয়াটেংকে বক্সে ফাউল করায় পেনাল্টি পায় তারা। তবে নাবীব নেওয়াজ জীবনের শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন মোহাম্মদ সুজন।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে মোহামেডান। ৬৪তম মিনিটে আরিফের ক্রসে চোট কাটিয়ে ফেরা মালির ফরোয়ার্ড সুলেমানে দিয়াবাতে নিখুঁত টোকায় ব্যবধান দ্বিগুণ করেন। চার মিনিট পর মোজাফ্ফরভের পাস ধরে বক্সে ঢুকে গোল করেন এমানুয়েল সানডে, যা রহমতগঞ্জকে আরও কোণঠাসা করে ফেলে।

বিজ্ঞাপন

৮৬তম মিনিটে স্যামুয়েল বোয়াটেংয়ের গোলে সান্ত্বনা পায় রহমতগঞ্জ। বক্সের ভেতর থেকে নেওয়া তার শটে বল জালে জড়ায়। এই গোল নিয়ে বোয়াটেং লিগে সর্বোচ্চ ১১ গোলের মালিক।

গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ৪-১ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্সকে। অন্যদিকে, ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে পুলিশ এফসি ও ফর্টিসের ম্যাচ ১-১ ড্র হয়েছে। ব্রাদার্স ইউনিয়ন ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে।