আগামী মাসে শুরু হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। শুরুতে পাকিস্তান এককভাবে আয়োজন করতে চাইলেও ভারতের আপত্তিতে সংযুক্ত আরব আমিরাতকে সঙ্গে নিয়ে হাইব্রিড মডেলে এবারের আসর করছে তারা। এবারের আসরে পাকিস্তানে হতে যাওয়া ম্যাচগুলোতে বাকি বৈশ্বিক আসর গুলোর চেয়ে কম দামে টিকেট বিক্রি করার কথা জানিয়েছে পাকিস্তান।
পাকিস্তানের লাহোর, রাওয়ালপিন্ডি ও করাচিতে হতে যাওয়া ম্যাচগুলোর টিকেট মুল্য প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে সর্বনিম্ন দাম এক হাজার পাকিস্তানি রুপিতে টিকেট পাবেন দর্শকরা। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩৭ টাকা।
২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকিটের তুলনামূলক দুর্বল দলের ম্যাচে টিকেটের সর্বনিম্ন দাম ছিল ৬ ডলার বা ৭৩১ টাকা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকেটের সর্বোচ্চ দাম রাখা হয়েছে ২৫ হাজার রুপি,বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১০ হাজার ৯২৮ টাকা।
আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। একই স্টেডিয়ামে হবে আরো তিনটি ম্যাচ। বাকি দুই ম্যাচে লড়বে দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড।
আগের ম্যাচে রেকর্ড করা জয় তার পরের ম্যাচেই আবার হার। ফরচুন বরিশালের সামনে মুখ থুবড়ে পড়লো চিত্রনায়ক শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে বরিশালের কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে ঢাকা।
মাত্র ১৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই আবু জায়েদ রাহির বলে আউট হন নাজমুল হোসেন শান্ত। শান্ত ব্যর্থ হলেও নিজের ঘরের মাঠের দর্শকদের হতাশ করেননি তামিম ইকবাল। ডেভিড মালানকে সঙ্গে নিয়ে ১১৮ রানের জুটি গড়ে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। ব্যাক্তিগত ৪৮ বলে ৬১ রান করে আউট হন তামিম। মালান অপরাজিত থাকেন ৪৯ রানে।আর তাতেই ৮ উইকেট ও ২৪ বল হাতে রেখেই আসরের চতুর্থ জয় তুলে নিলো বরিশাল। এই জয়ে পয়েন্ট টেবিলে আবারও দুইয়ে উঠে এসেছে বরিশাল।
এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকা ক্যাপিটালস অধিনায়ক থিসারা পেরেরা। তবে শুরুটা আশানুরূপ হয়নি।দলীয় ৩১ রানের মাথায় আগের ম্যাচে সেঞ্চুরি করা লিটন দাস আউট হন ব্যক্তিগত ১৩ রানে। পঞ্চম ওভারে রিপন মন্ডলের বলে মুশফিকুর রহিমের হাতে ধরা পরেন তিনি। মুনিম শাহরিয়ার ও ফেরেন কোনো রান না করেই।এদিন সাব্বির রহমানও উইকেটে দাঁড়াতে পারেননি। ব্যাক্তিগত ১০ রান করে সাজঘরে ফেরেন এই হার্ডিহিটার ব্যাটার।অধিনায়ক থিসারা পেরেরাও ফেরেন কোনো রান না করেই।
দলের আর সবাই আশা যাওয়ার মিছিলে থাকলেও একপ্রান্ত আগলে রেখেছিলেন ওপেনার তানজিদ হাসান তামিম। দলীয় ১২০ রানের মাথায় ৪৪ বলে ৬২ রানে আউট হন তামিম। ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১৩৯ রানেই অল-আউট হয় ঢাকা। বরিশালের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন স্পিনার তানভীর ইসলাম।
এই হারে প্লে-অফ খেলার স্বপ্ন অনেকটাই ধরা-ছোঁয়ার বাইরে চলে গেল ঢাকার। ৮ ম্যাচে মাত্র ১ জয়ে পয়েন্ট টেবিলের তলানিতে আছে দলটি।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা-এমন একটা গুঞ্জন ছিল। এবার রোহিত নিয়ে মন্তব্য করেছে খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবি জানিয়েছে, আইসিসিকে তারা জানিয়ে দিয়েছেন পাকিস্তানেই হবে উদ্বোধনী অনুষ্ঠান। তাতে সম্মতি দিয়েছে আর্ন্তজাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এ কারণেই ভারত অধিনায়ককে পাকিস্তানে যেতে হবে এটা একপ্রকার নিশ্চিত। তাই রোহিত শর্মার ভিসা যাতে দ্রুততম সময়ে পেয়ে যায় সেটা নিয়ে পাকিস্তান সরকারের কাছ থেকে সবুজ সিগনাল পেয়েছে পিসিবি।
শোনা যাচ্ছে ১৬ কিংবা ১৭ ফেব্রুয়ারি হতে পারে উদ্বোধনী অনুষ্ঠান। নিয়মানুযায়ী সেই অনুষ্ঠানে প্রত্যেক দলের অধিনায়ককে উপস্থিত থাকতে হয়। এখন রোহিতকে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হবে কি না, সেটাই বড় প্রশ্ন।
কারণ ভারত-পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক উত্তেজনায় সরকারি অনুমতি ছাড়া এটা সম্ভব নয়। ভারতীয় সংবাদ মাধ্যমেরর খবর-একটা মহল মনে করছে, টিম যেখানে পাকিস্তানে খেলতে যাচ্ছে না, সেখানে অধিনায়ক কী করে যাবেন? তবে এই বিষয়ে বিসিসিআইয়ের তরফে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।
অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের জন্য আট দেশ দল ঘোষণা করলেও এখনো দল ঘোষণা করেনি টিম ইন্ডিয়া। তাদের দল ঘোষণা হতে পারে ১৮ বা ১৯ জানুয়ারি। তারপরই রোহিতের বিষয়ে জানা যাবে। সদ্য সমাপ্ত বর্ডার-গাভাস্কার ট্রফিতে ব্যাট হাতে নিষ্প্রভ ছিলেন রোহিত।
ঢাকা ক্যাপিটালসের ১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বরিশালের ইনিংস শুরু করেছেন তামিম ইকবাল। প্রথম ওভারে মোস্তাফিজুর রহমানের করা ৫ বল খেলে ৬ রান করেন তামিম।
শান্তকে সঙ্গে নিয়ে ইনিংস শুরু করলেও দ্বিতীয় ওভারের জায়েদ খানের তৃতীয় বলে আউট হয়ে ফেরেন শান্ত। এরপর তামিমের সঙ্গে ব্যাটিংয়ে যোগ দেন ডেভিড মালান।
চার ওভার শেষে বরিশালের সংগ্রহ দাঁড়িয়েছে ১ উইকেটে ৩১ রান। তামিম ১৫ বল খেলে করেছেন ১৫ রান। এর আগে ১৯.৩ ওভারে ১৪০ রান করে ঢাকা ক্যাপিটালস। সেই লক্ষ্য তাড়া করতেই মাঠে নামে বরিশাল।
এদিকে সন্ধ্যা সাড়ে ৬টায় ঘরের মাঠে খুলনা টাইগার্সকে আতিথ্য দেবে টেবিলের দুই নম্বরে থাকা চিটাগং কিংস। টানা তিন জয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে চট্টগ্রামের দলটি। আসরে তাদের একমাত্র হার খুলনার বিপক্ষে। এবার ঘরের মাঠে প্রতিশোধের মিশনে নামবে শামীম-ইমনরা। বিপরীতে ৫ ম্যাচে ২ জয়ে টেবিলের চারে খুলনা টাইগার্স।