রংপুরকে ছুঁয়ে ফেলল বরিশাল

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

খুলনা টাইগার্সের লড়াইটা ছিল প্লে-অফে খেলতে এক ধাপ এগিয়ে যাওয়ার। আর ফরচুন বরিশালের লড়াইটা ছিল শীর্ষ দুইয়ে নিজেদের জায়গা পাকাপোক্ত করার। দিন শেষে লড়াইয়ে শেষ হাসিটা হেসেছে বরিশালই। খুলনাকে ৫ উইকেটে হারিয়ে টেবিলের শীর্ষে থাকা দল রংপুর রাইডার্সকে ছুঁয়ে ফেলল তামিম ইকবালের দল।

আজ সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রান করে খুলনা টাইগার্স। জবাবে ব্যাট করতে নেমে দাভিদ মালান ও ফাহিম আসরাফের দুর্দান্ত ইনিংসে ১৯.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল।

বিজ্ঞাপন

১৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বরিশাল। দলীয় ১১ মাথায় আবু হায়দার রনির বলে আউট হন তৌহিদ হৃদয়। এরপর মালানকে নিয়ে তামিম গড়েন ৮৯ রানের জুটি।তামিম দেখেশুনে খেললেও একপ্রান্ত থেকে বোলারদের শাসন করে গেছেন ইংলিশ ব্যাটার। ১০২ রানের মাথায় ২৫ বলে ২৭ করে তামিম বিদায় নিলেও তার আগে অর্ধশতক তুলে নেন মালান। ১২১ রানের মাথায় ৩৭ বলে ৬৩ করে মালান আউট হলেও দলকে বিপর্যয়ে পড়তে দেননি মাহমুদুল্লাত রিয়াদ ও মুশফিকুর রহিম। রিয়াদের ব্যাট থেকে আসে ১৩ বলে ২৪ রান আর মুশফিক ফেরেন ১৭ বলে ২৪ করে।শেষে ফাহিম আসরাফ ও মোহাম্মদ নবীর দৃঢ়তায় আসরে নিজেদের ৮ম জয় তুলে নেয় বরিশাল।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলকে দুর্দান্ত শুরু এনে দেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও মোহাম্মদ নাইম শেখ।দলীয় ৪৭ রানে আউট হওয়ার আগে মিরাজের ব্যাট থেকে আসে ১৮ বলে ২৯ রান।নাইম খেলেন ২৭ বলে ৫১ রানের দুর্দান্ত ইনিংস। এরপর আফিফ হোসেনের ৩২, উইলিয়াম বোসিস্টোর ২০ ও শেষে মাহিদুল ইসলাম অঙ্কনের অপরাজিত ১২ বলে ২৭ রানের ইনিংসে লড়াকু পুঁজি পায় খুলনা।

বিজ্ঞাপন

এই জয়ে রংপুরকে টপকে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুরকে স্পর্শ করল বরিশাল। সমান পয়েন্ট রংপুর রাইডার্সেরও। তবে রানরেটে এগিয়ে তারা। ১০ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে মেহেদি মিরাজের দল।