গ্র্যান্ডমাস্টার জিয়ার ছেলেকে আর্থিক সহায়তা দিচ্ছে বিসিবি

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জিয়াউর রহমান-ছেলে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার

জিয়াউর রহমান-ছেলে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার

অকাল প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের ছেলে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়ার পাশে দাঁড়াল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দাবাড়ুর এগিয়ে চলার পথে তিনটি টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য তাকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে বিসিবি।

সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সামনে তিনটি টুর্নামেন্টের অংশগ্রহণ ফি বাবদ তাহসিনের জন্য ১৫ লাখ ৮০ হাজার টাকা সহায়তা করবে বিসিবি।

বিজ্ঞাপন

২০২৫ সালে মন্টেনিগ্রোতে বিশ্ব জুনিয়র অনূর্ধ্ব-২০ দাবা চ্যাম্পিয়নশিপ, শ্রীলঙ্কায় এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপ ও হাঙ্গেরিতে গ্র্যান্ডমাস্টার এবং আন্তর্জাতিক মাস্টার ইভেন্ট খেলবেন তাহসিন। এই আসরে খেলার জন্য তাকে আর্থিক সহযোগিতা দিচ্ছে বিসিবি।

২ হাজার ৩২৩ ফিদে রেটিং নিয়ে তাহসিসের এখন ফিদে মাস্টার। ১৯ বছর বয়সী এই দাবাড়ু সামনের তিন টুর্নামেন্টে আন্তর্জাতিক মাস্টার নর্ম অর্জনের লক্ষ্য নিয়ে খেলবেন।

বিজ্ঞাপন

তাহসিনের ক্যারিয়ারের সাফল্য কামনা করে বিসিবি প্রধান ফারুক আহমেদ বলেন, ‘তাহসিন খুবই প্রতিভাবান দাবাড়ু। কিংবদন্তি বাবার পথ অনুসরণ করছে ও। এটি দেখে ভালো লাগছে। আমরা ওকে সহযোগিতা করতে চাই। গ্র্যান্ডমাস্টার হওয়ার লক্ষ্যে তাহসিন এখন আন্তর্জাতিক মাস্টার নর্ম অর্জনের জন্য খেলছে। তার এ যাত্রার অংশ হতে পেরে বিসিবি গর্বিত।’

দেশের সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা বিসিবি সভাপতি আরও বলেন, ‘দেখুন, আমরা মনে করি, দাবা এবং আমাদের দেশের খেলাধুলায় অবদানের জন্য গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা প্রকাশের এটিও একটি উপায়।’

এদিকে তাহসিনসহ দেশের উদীয়মান ও শীর্ষ সারির দাবাড়ুদের জন্য বিসিবির কাছে এক কোটি টাকা আর্থিক সহায়তা চেয়েছে বাংলাদেশ দাবা ফেডারেশন। সেই আবেদনের ব্যাপারে এখনো মন্তব্য করেনি বিসিবি।