বিদেশি ক্রিকেটার নিয়েই এবার মাঠে রাজশাহী

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রায়ান বার্ল

রায়ান বার্ল

নামের শুরুটা হয়েছে দুর্বার দিয়ে। তবে দল পরিচালনায় দেখা যায়নি দুর্বারের ছিটেফোটাও। বিপিএলের চলতি আসরে দলটিকে নিয়ে বিতর্কের শেষ নেই। বিপিএলের আয়োজকদের বিতর্কিত সব সিদ্ধান্তকে আড়াল করে দিয়েছে এই একটা দলই। ক্রিকেটারদের বেতন না দেওয়া থেকে শুরু করে বিদেশি খেলোয়াড়দের ম্যাচ বয়কট করা, কী হয়নি এই দলে!

তবে সমস্যার সমাধান হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারণ আজ দুজন বিদেশি খেলোয়াড় খেলছেন রাজশাহীর হয়ে।আজ সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচটা তারা খেলতে নামছে দুই বিদেশি রায়ান বার্ল ও আফতাব আলমকে নিয়ে।

বিজ্ঞাপন

বিপিএলের নিয়ম অনুযায়ী,এক দলে কমপক্ষে ২ জন বিদেশী খেলোয়াড় থাকতে হবে। তবে রাজশাহী নিজেদের আগের ম্যাচে রংপুরের বিপক্ষে মাঠে নেমেছিল কোনো বিদেশী খেলোয়াড় না নিয়েই।যদিও ম্যাচটি রাজশাহী জিতেছিল ২ রানে।

আজকের ম্যাচে খেলতে নেমেছেন জিম্বাবুইয়ান বাঁহাতি ব্যাটসম্যান ও লেগ স্পিনার বার্ল। আসরের অন্যতম সেরা পারফর্মার তিনি।১১ ম্যাচে ১৪৭.৫৯ স্ট্রাইক রেটে রান করেছেন ১৪৫। সঙ্গে নিয়েছেন ৭ উইকেট।

বিজ্ঞাপন

ফ্রাঞ্চাইজিটির এমন অপেশাদারিত্বে হতাশা প্রকাশ করেছেন দলের অধিনায়ক তাসকিন আহমেদও।১১ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে আছে রাজশাহী। আজ সিলেটের সঙ্গে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটি জিতলে প্লে-অফ খেলার দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে তাসকিনের দল।