স্যার ডনের পর নতুন উচ্চতায় উসমান খাজা

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার স্বাগতিকদের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ওসমান খাজা। নিজেকে ছাড়িয়ে যাওয়ার এই ইনিংস দিয়ে অজি কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের পর অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি বয়সে ডাবল সেঞ্চুরি করার কীর্তি গড়লেন ৩৮ বছর ৪৩ দিন বয়সী খাজা। সেখানে গড়েছেন কয়েকটি রেকর্ডও।

বিজ্ঞাপন

ভারতের সঙ্গে নিজেদের মাটিতে বর্ডার-গাভাস্কার ট্রফিতে বেশ নাজুক অবস্থায় ছিলেন খাজা। ব্যাট হাতে গড়ে ২১ রান করে তুলায় শঙ্কা ছিলো লঙ্কা সফরে দলে জায়গা হবে তো? তবে এবার জায়গা পেয়ে নিজেকে ছাড়িয়ে গেলেন এই অজি ব্যাটার। বয়সের ঘরে ৩৮ এ পা দিয়ে ডাবল সেঞ্চুরির স্বাদ গ্রহন করে মুছে দিয়েছেন ২০২৩ সালের ৫ জানুয়ারির ১৯৫ রানের দুর্বিষহ ইনিংসকে।

স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে ইনিংসের শুরু থেকে খেলে ম্যাচের ১৪২ ওভারে পেয়েছেন ডাবল সেঞ্চুরির দেখা। গলে আজ ২৩২ রানে সাজঘরে ফেরার আগে খাজা নিজের ঝুলিতে ভরে নিয়েছেন একগুচ্ছ রেকর্ড। অজিদের হয়ে ডন ব্র্যাডম্যানের পর সবচেয়ে বেশী বয়সে ডাবল সেঞ্চুরি করার রেকর্ড এখন ওসমান খাজার।

বিজ্ঞাপন

অজি কিংবদন্তি ব্র্যাডম্যান টেস্ট ক্যারিয়ারের এক ডজন ডাবল সেঞ্চুরির শেষ দুটি করেছিলেন বয়স ৩৮ হয়ে যাওয়ার পর। ১৯৪৬ সালে সিডনিতে ইংল্যান্ডের বিপক্ষে ২৩৪ রানের ইনিংস খেলা ম্যাচটি শুরুর দিন ডনের বয়স ছিল ৩৮ বছর ১০৮ দিন। তবে টেস্টে সবচেয়ে বেশি বয়সে ডাবল সেঞ্চুরির রেকর্ডটা এরিক রোয়ানের। ১৯৫১ সালে হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ২৩৬ রান করেন ৪২ বছর ৬ দিন বয়সী দক্ষিণ আফ্রিকান।

এছাড়া এশিয়ার মাটিতে অজিদের হয়ে তৃতীয় সবোর্চ্চ স্কোরার হলেন খাজা। তার আগে আছেন মার্ক টেলর (৩৩৪*) ও গ্রেগ চ্যাপেল (২৩৫)। পাশাপাশি লঙ্কানদের মাটিতে সফরকারী দলগুলোর হয়ে তৃতীয় সবোর্চ্চ রান করেছেন খাজা। সর্বোচ্চ ৩৩৩ রান করেছেন ক্রিস গেইল। এরপরে আছে নিউজিল্যান্ড কিংবদন্তি স্টিফেন ফ্লেমিংয়ের ২৭৪ রানের ইনিংসটি।