ইবিতে ক্লাসরুম বণ্টনে বৈষম্যের অভিযোগ, আমরণ অনশনে চারুকলার শিক্ষার্থীরা

, ক্যাম্পাস

ইবি করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2024-11-04 18:18:00

রবীন্দ্র-নজরুল কলা ভবন থেকে অবৈধ দখলকারীদের উচ্ছেদ এবং বরাদ্দকৃত কক্ষ ব্যবহারের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ। বরাদ্দকৃত ২৫টি রুম চেয়ে এই অনশন করেন তারা।

সোমবার (৪ নভেম্বর) বিকাল সাড়ে ৩টা থেকে প্রশাসনিক ভবনের সামনে অনশন শুরু করে এখনো চলমান রয়েছে এই অনশন। এতে ১৫ জনের অধিক অনশনকারী এবং চারুকলা বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী অবস্থান করছে।

অনশনকারী এক শিক্ষার্থী বলেন, আমাদের জন্য যে রুমগুলো বরাদ্দ দেওয়া হয়েছে সেগুলো ফোকলোর এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ ব্যবহার করছে। রুমগুলো তারা দখল করে আছে। এই বিষয়ে কথা বলতে আমরা প্রশাসনের দারস্থ হয়েছি। এতে আমরা কোনো ফলাফল পাইনি। পরে আমরা আন্দোলনের চরম পর্যায়ে পৌঁছে অনশন করতে বাধ্য হয়েছি। প্রশাসন যতদিন পর্যন্ত এর সুরাহা না করবে ততদিন পর্যন্ত আমরা অনশন করে যাবো।

অনশনকারী অন্য এক শিক্ষার্থী নেহা বলেন, আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে উঠবো না। কারণ আমাদেরকে অনেকেই অনেক ভাবে আশ্বস্ত করেছে। কিন্তু আমরা ফল পাইনি। আমাদের নতুন চেয়ারম্যান নিয়োগ হয়েছে, তাকে বসতে দেওয়ার মতো জায়গাও আমাদের নেই। আমাদের নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে, কিন্তু ক্লাস করার মতো জায়গা আমাদের নেই, এমনকি পরীক্ষা দেওয়ার মতো জায়গাও নেই।

অন্যান্য বিভাগ এক রুমে ৯০ জন ক্লাস করতে পারলেও আমরা দশের অধিক ক্লাস করতে পারি না। যেখানে অন্য ডিপার্টমেন্টের ক্লাস এক থেকে দুই ঘণ্টা, সেখানে আমাদের একটা ক্লাস শুরু হলে এক সপ্তাহও লেগে যায়। আমাদের ১৫টা ক্লাসরুম দরকার, সেখানে আমরা ৬টা রুম পাবো।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, আগামীকাল উপাচার্য, ডিনের সাথে বসে সমাধান করবো। নিরাপত্তার বিষয়ে আমরা নজরদারি করছি।

উল্লেখ্য, নতুন করে সম্প্রসারিত হওয়া বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলাভবনে ক্লাসরুম বণ্টনে বৈষম্যের অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয়ের অপর দুইটি বিভাগ। তারা হলেন ডেভলপমেন্ট স্টাডিজ এবং ফোকলোর স্টাডিজ বিভাগ।

Related News