টিএসসিতে ডিইউবিএসের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ডিইউবিএসের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত/ছবি: সংগৃহীত

ডিইউবিএসের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত/ছবি: সংগৃহীত

উৎসবমুখরভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) পালিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী।

সোমবার (৪ নভেম্বর) টিএসসির থিয়েটার রুমে এ আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

এদিন ক্লাবের সভাপতি ইনজামাম কবির সাকলাইন বলেন, সংবিধান সংস্কার করে ৬ বছর পর হতে যাচ্ছে ক্লাবের নির্বাচন। যেই নির্বাচন কমিশন পরিচালনা করবে ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি-সম্পাদকসহ অন্যান্য কমিটির সদস্যরা।

বিদায়বেলায় সকল ব্যর্থতার দায় নিজের কাধে নিয়ে তিনি বলেন,বিদায়বেলায় সকল ব্যর্থতার দায় একান্তই আমি নিলাম আর যা কিছু অর্জন সবকিছুই তোমাদের রইলো। আগামী দিনে ক্লাবের সফলতা কামনা করেন তিনি।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন ক্লাবটির মডারেটর প্রভাষক সেহেরিন আমিন ভূঁইয়া, প্রাক্তন ও বর্তমান সদস্যসহ অনেকে। বিগত সময়ে ক্লাবের নানা কর্মকান্ড ও শীঘ্রই ক্লাবে হতে যাওয়া নির্বাচন সম্পর্কে নানা তথ্য তুলে ধরা, আড্ডা-গানসহ নানা আয়োজনে উদযাপিত হয় দিনটি।

উল্লেখ্য, ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যান্ড সংগীতের চর্চা, প্রসার এবং সাংস্কৃতিকভাবে এগিয়ে যাওয়ার জন্য সেই বছরের ৪ নভেম্বর বাংলাদেশের প্রথম ক্যাম্পাসভিত্তিক ব্যান্ড মিউজিকাল সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি (DUBS) প্রতিষ্ঠিত হয়। প্রথম দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন ধরণের ব্যক্তিগত ও সামাজিক সংকটে মানবতার বার্তা নিয়ে চ্যারিটি কনসার্ট আয়োজন করাই ছিলো DUBS এর কর্মকাণ্ডের বৃহৎ অংশ। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কনসার্ট ফর লাকি আখন্দ, কনসার্ট ফর অহন, কনসার্টটার ফর সানি, বন্যার্তদের জন্য কনসার্টসহ আরও অনেক আয়োজন। কিন্তু সময়ের পরিক্রমায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও মানসিকভাবে আরো সমৃদ্ধ করতে DUBS এখন কনসার্ট ছাড়াও বিভিন্ন সংগীত যন্ত্রের প্রশিক্ষণ, বিভিন্ন বিষয়ে সেমিনার, সামাজিক সচেতনতা সহ বহুমুখী কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।