অনশনে অসুস্থ ইবির ২ শিক্ষার্থী, সংকট সমাধানের আশ্বাস উপাচার্যের

  • ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

অনশনে অসুস্থ ইবির ২ শিক্ষার্থী

অনশনে অসুস্থ ইবির ২ শিক্ষার্থী

রবীন্দ্র-নজরুল কলা ভবন থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং বরাদ্দকৃত কক্ষ ব্যবহারের দাবিতে আমরণ অনশন কর্মসূচি চলাকালে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এদিকে ঢাকায় অবস্থান করায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ফোনকলের মাধ্যমে তাদের সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (৪ নভেম্বর) অনশনের এক পর্যায়ে রাত ৯টার দিকে দুই নারী শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়।

অনশন কারী শিক্ষার্থীরা বলেন, উপাচার্য স্যার নিজে এসে আমাদের বরাদ্দকৃত কক্ষে যখন উঠিয়ে দিবেন তখন আমরা এই অনশন থেকে সরে আসবো। তিনি আমাদেরকে যতক্ষণ না পর্যন্ত আমাদের রুমের দখলদারত্ব উৎখাত করবেন ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাবো।

বিজ্ঞাপন

অসুস্থ শিক্ষার্থীদের বিষয়ে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. মো. ওয়াহিদুল হাসান বলেন, আমাদের এখানে দুইজন ছাত্রী এসেছে। আসার পরপরই আমি দেখেছি। বিষয়টি বেশী গুরুতর নয়। আমাদের এখানেই চিকিৎসা দেয়া সম্ভব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, উপাচার্য স্যার কথা বলার পর আমাদের আর কিছু বলার থাকে না। আমি নিজেও তাদের অনুরোধ করছি অবস্থান ছেড়ে দিতে। তারপরও যদি না যায় ওরা তাহলে আমরা নিরাপত্তার দায়িত্বে আছি এবং থাকবো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ফোনকলে শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘আগামীকাল সকালে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আমি এ বিষয়টি দেখবো। কলা অনুষদের ডিন আসবেন, আমিও থাকবো, সবার সাথে কথা বলে তোমাদের সমস্যা সমাধানের জন্য প্রথমেই উদ্যোগ গ্রহণ করবো। আমি তোমাদের অনুরোধ জানাচ্ছি- আজকে এখন অবস্থান না করে যার যার হলে চলে যেতে।’