চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলের সংস্কার ও লোকবল সংকটে বন্ধ থাকা দুই হলে আসন বরাদ্দের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
সোমবার (২ নভেম্বর) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার এলাকায় ইউনিটি ফর স্টুডেন্ট রাইটসের ব্যানারে এটি অনুষ্ঠিত হয়।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইসহাক ভুঁইয়া বলেন, দীর্ঘদিন পরেও আমাদের বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও অতীশ দীপঙ্কর হল খুলে দেওয়া হচ্ছে না। আমাদের দাবি, ডিসেম্বরের মধ্যে হল দুটি খুলে দিতে হবে ও খুনি হাসিনার বাবার নাম পরিবর্তন করে আমাদের ক্যাম্পাসের শহিদ তরুয়া ও ফরহাদের নামে নামকরণ করতে হবে।
ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী হাবিবুল্লাহ খালেদ বলেন, চবির চেয়ে আয়োতনে ছোট হওয়ার পরেও কয়েকটি বিশ্ববিদ্যালয় শতভাগ আবাসনের ব্যবস্থা করেছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় নগরে অবস্থিত হয়েও চবির চেয়ে বেশি আবাসন ব্যবস্থা রয়েছে। আমাদের শিক্ষার্থীরা হলের সংস্কৃতির সঙ্গে পরিচিত না হওয়ার কারণে পড়ালেখার বাইরের যোগ্যতাগুলো অর্জন করতে পারছে না। ফলে, এই বিশ্ববিদ্যালয় থেকে নেতৃত্ব গড়ে উঠছে না।