৩ দিনের মধ্যে আদিবাসী গ্রাফিতি পুনর্বহালের দাবি

, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2025-01-19 17:29:26

৩ দিনের মধ্যে গ্ৰাফিতি পুনর্বহাল করার দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জোবাইদা নাসরিন ।

রোববার (১৯ জানুয়ারি) জাতীয় জাদুঘরের সামনে বিক্ষুব্ধ নাগরিক সমাজের উদ্দেশ্যে পাঠ্যবই থেকে আদিবাসী শব্দ যুক্ত গ্ৰাফিতি বাদ দেওয়া ও আদিবাসীদের উপর হামলার প্রতিবাদে এক সমাবেশে এই কথা জানান তিনি। 

জোবাইদা নাসরীন বলেন, ৩ দিনের মধ্যে পাঠ্যবইয়ে আদিবাসী গ্ৰাফিতি পুনর্বহাল করতে হবে। সেই সাথে আদিবাসীদের স্বীকৃতি দিতে হবে।

তিনি আরও বলেন, যেদিন সংবিধান সংস্কার কমিটি তাদের রিপোর্ট জমা দিয়েছিল সেই দিনই এই আদিবাসীর ওপর হামলা করা হলো‌। এর কারণ কি? এর পেছনে কে রয়েছে? এটা খতিয়ে দেখতে হবে। 

সরকারকে একটা নির্দিষ্ট টাইমলাইন দিতে হবে কবে গ্ৰাফিতি পুনর্বহাল করবে । সরকার বার বার একটি নির্দিষ্ট গোষ্ঠীর কাছে মাথা নত করছে। এই সরকারের অতি দ্রুত গ্ৰাফিতি পুনর্বহাল করার মাধ্যমে প্রমাণ করতে হবে সরকার নির্দোষ কিনা।

সমাবেশে সভাপতিত্ব করেন গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস। সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ আদিবাসী ফোরামের সহ সাধারণ সম্পাদক ডা. গজেন্দ্রনাথ মাহাতো, বাংলাদেশ জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব করিম সিকদার , বাসদ এর সাধারণ সম্পাদক জনাব বজলুল রশীদ ফিরোজ, সিপিবি এর সাধারণ সম্পাদক জনাব রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জনাব সাইফুল হক গণ ফোরামের সভাপতি পরিষদের সদস্য এ্যাড. সুব্রত চৌধরী সহ আরও অনেকে। 

Related News