জবিতে ৭০% শিক্ষার্থীর আবাসন ভাতার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীদের আবাসন ভাতা প্রদানের দাবিতে বিক্ষোভ মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল শেষে তারা উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন।
রবিবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা তাদের প্রদত্ত স্মারকলিপিতে জানান, 'জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন দফা আন্দোলনের প্রথম দুইটি দফা বাস্তবায়ন হওয়ায় আমরা কৃতজ্ঞ। কিন্তু তৃতীয় দফা দাবি নিয়ে প্রশাসন ও মন্ত্রণালয়ের কোনো অগ্রগতি লক্ষ্য করা যায়নি। মন্ত্রণালয়ে এটা নিয়ে আলোচনা না হওয়ায় আমরা হতাশা ও ক্ষুব্ধ।'
তাঁদের আরও জানান, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা এবং বানীভবন হল ও ড. হাবিবুর রহমান হলের কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের পুরান ঢাকার অস্বাস্থ্যকর পরিবেশে নিজ খরচে দিনাতিপাত করতে হবে, যা অত্যন্ত ন্যাক্কারজনক। শিক্ষার্থীরা নিজেদের খরচ চালাতে গিয়ে টিউশন ও পার্ট টাইম চাকরি করে থাকেন। ফলশ্রুতিতে, তারা তাদের পড়াশোনা, ক্যারিয়ার ডেভেলপমেন্টে পরিমাণ মতো সময় দিতে পারেনা।
তাঁদের প্রশ্ন, পার্শ্ববর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যদি শিক্ষার্থীদের ভাতা দিতে পারে তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বাঁধা কোথায়? যেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য হল না থাকায় অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তুলনায় সুযোগ-সুবিধা কম পেয়ে থাকে। সেখানে, হল না থাকার কারণে অন্যান্য সুবিধাদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেশি পাওয়ার যৌক্তিকতা রয়েছে!
তারা আরও বলেন, দ্বিতীয় ক্যাম্পাস হওয়ার আগ পর্যন্ত যে কোনো পদ্ধতিতে ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা প্রশাসনকে ব্যবস্থা করতে হবে। এর জন্য সংশোধিত বাজেটে অথবা ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে শিক্ষার্থীদের আবাসন ভাতা ইউজিসি যোগ করবে, এই মর্মে ইউজিসির সাথে বৈঠক করে আগামী ৭২ ঘন্টার মধ্যে একটা সমাধান করতে হবে এবং এই বিষয়ে যথাযথ সমাধান লিখিত আকারে দেওয়ার প্রেক্ষিতে তারা আন্দোলন প্রত্যাহার করবেন। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন তা করতে ব্যর্থ হলে তারা কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।