জবি শিক্ষার্থীর আত্মহত্যা

, ক্যাম্পাস

জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2025-01-26 10:38:09

রাজধানীর পুরান ঢাকার কাঠের পুলের তনুগঞ্জ লেনের একটি ছাত্রী মেসে সাবরিনা রহমান শাম্মী নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এক নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৬ জানুয়ারি ) ভোর সাড়ে ৪টায় জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সূত্রাপুর থাকার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম।

ওসি সাইফুল ইসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবরিনা রহমান শাম্মী কাঠের পুলের তনুগঞ্জ লেনের একটি ছাত্রী হলে থাকতেন। মেসের একটি রুমে একাই থাকতেন। আজ ভোর সাড়ে ৪টায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

উল্লেখ্য , সাবরিনা রহমান শাম্মী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

Related News