শীতার্তদের পাশে জবি রোভার স্কাউট

  • জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

“দরিদ্রের দুঃখ ঘোছাই, শীতবস্ত্র দিয়ে হাসি ফোটাই। সেবা আর মানবতায়, রোভার স্কাউট এগিয়ে যায়।” স্লোগানকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ।

তারই ধারাবাহিকতায় সোমবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বার্ষিক শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সভাপতি অধ্যাপক মোঃ রেজাউল করিম। 

বিজ্ঞাপন

এসময় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য রোভারদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে তিনি বলেন, দেশ ও মানুষের সেবায় এমন কার্যক্রম সত্যিই প্রসংশনীয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন রোভার স্কাউট লিডার অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান, ড. মোঃ মিন্টু আলী বিশ্বাস এবং নাহরিন জান্নাত হোসাইন।

উপস্থিত রোভার সদস্য ও অন্যান্য অতিথিবৃন্দ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।