চার প্রজন্মের সঙ্গে কাজ করেছেন: মামুনুর রশীদ

সংস্কৃতি অঙ্গন, বিনোদন

মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম | 2024-10-31 21:34:27

আজ বিকেলে রাজধানীর নিজ বাসাতেই মৃত্যু বরণ করেছেন দেশের প্রতিথযশা অভিনেতা মাসুদ আলী খান। মৃত্যুর আগে তিনিই ছিলেন দেশের সবচেয়ে প্রবীণ অভিনেতা। শেষ বিদায়ে তাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন দেশের আরেক বর্ষীয়ান অভিনেতা মামুনুর রশীদ। কথা বলেছেন মাসিদ রণ

এখন মাসুদ আলী খানকে শেষবার দেখেই বাড়িতে ফিরছি। তিনি বেঁচে নেই, কিন্তু আমি বলব তিনি একটা জীবন্ত ইতিহাস। কারণ তার সৃষ্টিশীলতা, মেধা আরও অনেক বছর অভিনয়প্রেমী মানুষের মনে জীবন্তই থাকবে।

একফ্রেমে খায়রুল আলম সবুজ, আসাদুজ্জামান নূর, আমিরুল হক চৌধুরী, আবুল হায়াত, দিলারা জামান ও মাসুদ আলী খানের মতো বর্ষীয়ান অভিনয়শিল্পী

খুবই মজার মানুষ ছিলেন মাসুদ ভাই। হাসতে ভালোবাসতেন, হাসাতেও ভালোবাসতেন। একইসঙ্গে আজীবন কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্যে কাটিয়েছেন। তার এই গুণ সবারই শেখার আছে। তাইতো তিনি চারটি প্রজন্মের সঙ্গে কাজ করার সুযোগ তৈরি করতে পেরেছিলেন। তিনি আমাদের আগের প্রজন্মের সঙ্গে কাজ করেছেন, আমাদের প্রজন্মের সঙ্গে কাজ করেছেন, আমাদের পরের প্রজন্ম ও একেবারে তরুণ প্রজন্মের সঙ্গেও তিনি কাজ করেছেন।

মামুনুর রশীদ ও মাসুদ আলী খান

মাসুদ ভাই আমাদের অগ্রজ অভিনেতা ও থিয়েটার অ্যাকটিভিস্ট। দেশের প্রথম মঞ্চ নাটকের দল 'ড্রামা সার্কেল'র সদস্য ছিলেন এই গুণী অভিনয়শিল্পী। তাই তাকে সম্মান না করার কোন কারণ নেই। কিন্তু তার অভিনয় আমাকে আলাদা করে টানতো বলেই আমার লেখা নাটক ও নির্দেশিত নাটকেও আমি তাকে অনেকবার কাস্টিং করেছি।

তার সঙ্গে আমার সর্বশেষ দেখা হয়েছিলো কয়েক বছর আগে নাগরিক নাট্য সম্পদায় থেকে আয়োজিত আলী যাকের সম্মাননা প্রদাণ অনুষ্ঠানে। সেদিন আমরা দুজনই পুরস্কার পেয়েছিলাম। অনেক আগে দেখা হয়েছে বলে আজ যখন তাকে শেষবার দেখতে গেলাম, তখন শুধু মনে হচ্ছিলো আরেকটু যদি আমাদের দেখা হতো, আরেকটু খোঁজ-খবর যদি নিতে পারতাম!

গত বছর মাসুদ আলী খানকে দেখতে তার বাসায় গিয়েছিলেন সুইটি, অপি করিম ও দিলারা জামান

আমি মাসুদ ভাইয়ের আত্মার চিরশান্তি কামনা করি। দেশবাসীকে বলবো তার জন্য সবাই প্রার্থণা করবেন।

Related News