চিরনিদ্রায় সমাহিত চিত্রনায়িকা অঞ্জনা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অঞ্জনা রহমান । ছবি: ফেসবুক

অঞ্জনা রহমান । ছবি: ফেসবুক

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ঢালিউডের প্রখ্যাত অভিনেত্রী অঞ্জনা রহমান। তার মৃত্যুতে মিডিয়া অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন তার দীর্ঘদিনের সহকর্মীসহ মিডিয়া অঙ্গনের অনেকেই।

শুক্রবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। শনিবার (৪ জানুয়ারি) জোহরের নামাজের পর রাজধানীর বনানী কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে এই অভিনেত্রীর। এর আগে তাকে নেওয়া হয় এফডিসিতে। সেখানে তার ১ম জানাজা হয়। এরপর নেওয়া হয় চ্যানেল আই প্রাঙ্গণে।

বিজ্ঞাপন
অঞ্জনাকে দাফন শেষে সহকর্মীদের মোনাজাত

বিগত কয়েকদিন ধরেই অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন অঞ্জনা রহমান। অবশেষে শুক্রবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

উল্লেখ্য, ‘দস্যু বনহুর’ দিয়ে চিত্রজগতে পথচলা শুরু করেন অঞ্জনা। এতে তার বিপরীতে অভিনয় করেন সোহেল রানা। ১৯৭৬ সালের এই সিনেমার পর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। এরপর একে একে অভিনয় করেছেন তিন শতাধিক চলচ্চিত্রে। ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’-এ অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।

বিজ্ঞাপন
বিএফডিসিতে অঞ্জনার নামাজে নামাজা