বেশিরভাগ গানই হচ্ছে কমার্শিয়াল চিন্তা থেকে: কর্ণিয়া

সুরতাল, বিনোদন

মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম | 2024-11-07 19:07:14

তরুণ প্রজন্মের ব্যস্ত সঙ্গীতশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া। প্রতিনিয়ত স্টেজ শো, টিভি অনুষ্ঠান আর রেকর্ডিং করছেন। নিয়মিত তার নিজস্ব ইউটিউব চ্যানেলে আসছে মিউজিক ভিডিও। ‘ঢাকাতে জ্যাম’-এ দারুণ সাড়া ফেলার পর আরেকটি নতুন মিউজিক ভিডিও নিয়ে হাজির হয়েছেন তিনি। সমসাময়িক বিষয়ে বার্তা২৪.কমের সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন মাসিদ রণ

জাকিয়া সুলতানা কর্ণিয়া । ছবি: নূর এ আলম

মাসিদ রণ: সোশ্যাল মিডিয়ায় আপনি আজকাল খুব প্রতিবাদী...

জাকিয়া সুলতানা কর্ণিয়া: একে তো ইন্ডাস্ট্রির অবস্থা ভালো না, এরমধ্যে একে অন্যের পেছনে কথা বলে। এসব সহ্য করা যায়, বলেন? যার কাজ নেই সে কাজ খুঁজবে। তাই বলে আরেক জনের কাজ ছিনিয়ে নিতে যাবে কেন? এত দিন চুপ থেকেছি, এখন থেকে আর চুপ থাকব না। দরকার পড়লে এমন মানুষের মুখোশ খুলে দেব।

জাকিয়া সুলতানা কর্ণিয়া । ছবি: নূর এ আলম

মাসিদ রণ: অডিও কম্পানিগুলো গানে লগ্নি কমিয়ে দিয়েছে। এর কী কারণ থাকতে পারে বলে মনে করেন?

জাকিয়া সুলতানা কর্ণিয়া: আগে যেভাবে গানে রেভিনিউ আসত এখন সেভাবে আসে না। দর্শক বেশিরভাগ নাটকের দিকে ঝুঁকেছে বলে মনে হচ্ছে। গান তো মাত্র তিন-চার মিনিটের কনটেন্ট। ফলে বিজ্ঞাপন পেতেও সমস্যা হয়। অন্যদিকে একটা নাটক ৩৫ থেকে ৭৫ মিনিট পর্যন্তও হয়। সেখানে বিজ্ঞাপন দু-তিনবার মাস্ট আসে। একটা ভালো মানের মিউজিক ভিডিও বানাতে কিন্তু একটা নাটকের মতোই খরচ হয়। তাই লগ্নিকারকরা এখন গান থেকে নাটকের দিকেই যাচ্ছেন। এতে অবশ্য সংগীতসংশ্লিষ্ট ব্যক্তিদের অবস্থা দিন দিন খারাপই হবে।

জাকিয়া সুলতানা কর্ণিয়া । ছবি: নূর এ আলম

মাসিদ রণ: সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় শো করলেন। বিদেশে শোয়ের নতুন কোন খবর আছে কি?

জাকিয়া সুলতানা কর্ণিয়া: ডিসেম্বরে দুটি দেশের শো চূড়ান্ত। তবে এখন দেশের নাম জানাতে চাই না। ওই যে প্রথমে বললাম, আড়ালে কেউ কলকাঠি নাড়ার চেষ্টা করে। দেশের শো তো আছেই, বিদেশের শো হলে এই ধরনের মানুষ পাগল হয়ে যায়। একজনকে হটিয়ে আরেকজন যাওয়ার চেষ্টা করে।

জাকিয়া সুলতানা কর্ণিয়া । ছবি: নূর এ আলম

মাসিদ রণ: নতুন মিউজিক ভিডিও ‘স্বপ্নপুর’ নিয়ে জানতে চাই...

জাকিয়া সুলতানা কর্ণিয়া: গতকাল মিউজিক ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল ‘কর্ণিয়া’তে প্রকাশিত হয়েছে। এটি একটি সফট মেলোডিয়াস গান। এ ধরনের গান সাধারনত আমার কণ্ঠে কেউ শোনেন না। কারণ দর্শক শ্রোতারা আমার কণ্ঠে এনার্জিটিক গানই বেশি শুনতে পছন্দ করেন। তাছাড়া আমি যেহেতু স্টেজ শো বেইজড শিল্পী, তাই নিজেও চেষ্টা করি একটু রিদমিক গান করতে। যাতে কনসার্টের দর্শক আনন্দ করতে পারে আমার সাথে। তবে শ্রোতা হিসেবে আমার সফট গান খুব পছন্দ। সেই জায়গা থেকে এই গানটির সুর-সঙ্গীত আমার খুব ভালো লেগেছে। গানটির কথা লিখেছেন জনপ্রিয় গীতিকার শাহান কবন্ধ। সুর ও সঙ্গীতায়োজন করেছেন আমার খুব প্রিয় পার্থ মজুমদার দাদা। আর মিউজিক ভিডিও পরিচালনা করেছেন নাসিমুল মুরসালিন স্বাক্ষর। তার সঙ্গে এর আগেও আমি বেশকিছু মিউজিক ভিডিওর কাজ করেছি। তার নির্মাণ এবং এডিটিং আমার পছন্দসই বলেই বার বার কাজ হচ্ছে। পোস্টার ডিজাইন করেছেন শাহেদ আহসান।

নতুন মিউজিক ভিডিও ‘স্বপ্নপূর’-এর পোস্টার

মাসিদ রণ: গানটি তৈরির পেছনের কোন গল্প আছে?

জাকিয়া সুলতানা কর্ণিয়া: সত্যি বলতে পেশাদার শিল্পী হিসেবে আমরা কতো গানই তো গাই। কিন্তু মনের মতো গান খুব কম পাই। অনেকদিন পর পর কিছু পাই যা আলাদাভাবে ভালো লাগে। এই গানটি তেমনই। গানটি করার ব্যাপারে বেশ আগেই প্রস্তাব পেয়েছিলাম। প্রথমবার এর কথা ও সুর শুনেই আমি ভেবেছিলাম এটি আমার নিজস্ব ইউটিউব চ্যানেলেই প্রকাশ করব। কিন্তু সে সময় আমার চ্যানেলটি ছিলো একেবারেই নতুন। তখন এমন একটি সফট মেলোডিয়াস গান প্রকাশ করা ঠিক হতো না। কারণ এ ধরনের গান মানুষের কাছে পৌঁছতে বেশ সময় লাগে। তাই শুরুর দিকে এমন কিছু গান আমার চ্যানেলে দিয়েছি যা সহজেই দর্শকের কাছে পৌঁছে যাবে। এখন আমার চ্যানেলে বেশ ভালোই সাবস্ক্রাইবার রয়েছে। তাই এই পর্যায়ে এসে গানটি প্রকাশ করা সিদ্ধান্ত নিই।

জাকিয়া সুলতানা কর্ণিয়া । ছবি: নূর এ আলম

মাসিদ রণ: এ গানটির কোন বিশেষত্ব আছে?

জাকিয়া সুলতানা কর্ণিয়া: এখন যে ধরনের গান বেশি হচ্ছে তার থেকে এই গানের সুর ও সঙ্গীতায়োজন আলাদা এটুকু বলতে পারি। কারণ, এখন বেশিরভাগ গানই হয় কমার্শিয়াল চিন্তা থেকে। কিন্তু এই গানটি আমি করেছি একেবারেই ভালোবাসার জায়গা থেকে। গানটির কথাগুলোর সঙ্গে দর্শক শ্রোতাদের অনেকের জীবনের মিল খুঁজে পাবেন বলে আমার বিশ্বাস। কথার সঙ্গে সুর আর সঙ্গীত যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। মিউজিক ভিডিওর শুটিং করেছি ৩০০ ফিটের ওইদিকে। যেহেতু ঠাণ্ডা মেজাজের তাই একদিন সন্ধ্যার পর একেবারে নিরিবিলি পরিবেশে শুট করার পরিকল্পনা করি। রাতের ওই নিরবতা দরকার ছিলো আমাদের।

জাকিয়া সুলতানা কর্ণিয়া । ছবি: নূর এ আলম

মাসিদ রণ: ‘স্বপ্নপূর’ গানটি নিয়ে আপনার প্রত্যাশা কেমন?

জাকিয়া সুলতানা কর্ণিয়া: গানটি কতো ভিউ হলো সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ না। কারণ এরমধ্যে কমার্শিয়াল কোন এলিমেন্ট নেই। মানুষকে সাময়িক বিনোদন দেওয়ার মতো কোন উপকরণও নেই গানটিতে। তবে আমার মানসিক প্রশান্তি এসেছে যে, এমন সুন্দর একটি গান আমার ঝুলিতে থাকলো। গানটি যে কেউ শুনলে বলবে আসলেই গানটি ভালো। যে সব শ্রোতারা জীবনকে গভীরভাবে ধারণ করেন, একটা স্পর্ষকাতর মন রয়েছে যাদের তারা গানটির সঙ্গে কানেক্ট করতে পারবেন। সেই সব মানুষের সংখ্যা যতোজনই হোক তাতেই আমি তৃপ্ত। দেখা যাক কি হয়।

জাকিয়া সুলতানা কর্ণিয়া । ছবি: নূর এ আলম

Related News