‘জানি একদিন আমি চলে যাবো’ গায়িকা নির্ঝরের বিয়ে

সুরতাল, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2024-11-18 16:09:27

পড়াশুনা ও নাগরিকত্ব ইস্যুতে লম্বা সময় সংগীত ও দেশের বাইরে অবস্থান করছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আজমেরী নির্ঝর। যিনি হাবিবের সংগীতে ‘একটা দেশলাই কাঠি জালো’, হৃদয় খানের সঙ্গে ‘জানি একদিন আমি চলে যাবো’সহ বেশকিছু গানের জন্য এখনো শ্রোতামনে জায়গা করে রেখেছে।

ফ্রান্স প্রবাসী এই কণ্ঠশিল্পী এবার আবদ্ধ হলেন বিয়েবন্ধনে। গত ১৫ নভেম্বর প্যারিসে বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে বলে জানান নির্ঝর নিজেই। বর ফেনীর ছেলে জাহেদ আহমেদ মামুন। যুক্তরাজ্যে পড়াশোনা শেষ করে বর্তমানে ফ্রান্সে স্থায়ীভাবে বসবাস করছেন। মূলত তিনি ব্যবসায়ী ও সমাজসেবক।

কণ্ঠশিল্পী আজমেরী নির্ঝরের পুরনো ছবি

অন্যদিকে আজমেরী নির্ঝর গেল কয়েক বছর ধরে প্যারিসে স্থায়ীভাবে বসবাস করছেন। বর্তমানে ফ্রান্সের ইমিগ্রেশন বিভাগে ৪টি ভাষার ট্রান্সলেটর হিসেবে কর্মরত আছেন।

নির্ঝর প্যারিস থেকে বলেন, ‘সবার কাছে দোয়া চাই আমাদের নতুন জীবনের জন্য। দ্রুতই আমরা দেশে যাওয়ার পরিকল্পনা করছি। তখন বড় করে আনুষ্ঠানিকতার ইচ্ছে আছে।’

বিয়ের আসরে স্বামীর সঙ্গে নির্ঝর

বলা দরকার, আজমেরী নির্ঝর নতুন গান প্রকাশের চেয়েও যুক্তরাজ্য, সুইডেন, ফ্রান্সে ছুটেছেন উচ্চশিক্ষার জন্যে। অবশেষে থিতু হলেন প্যারিসে।

ছোটবেলা থেকেই গানের সঙ্গে যুক্ত আছেন নির্ঝর। খুলনা নজরুল একাডেমিতে ১০ বছর নজরুলসংগীতের তালিম নিয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ, নতুন কুঁড়ি, জাতীয় শিশু পুরস্কারসহ অনেক পুরস্কারই পেয়েছেন এই শিল্পী। এ পর্যন্ত তিনটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে নির্ঝরের। এগুলো হচ্ছে ‘পোড়ামুখী’ (২০০৩), ‘সূর্যমুখী’ (২০০৫) ও ‘স্বপ্নমুখী’ (২০১২)।

বিয়ের আসরে স্বামীর সঙ্গে নির্ঝর

সিঙ্গেল গানের মধ্যে ‘জানি একদিন’ ও ‘আজকের এই নিশি’ গান দুটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিলো, ২০১৫ সালে দেশ ছাড়ার আগে আগে। জানা গেছে, বেড়ানোর জন্য আসছে বছরে দেশে ফিরলেও গানে ফেরার ইচ্ছা নেই আজমেরী নির্ঝরের।

Related News