লটারিতে ১ লাখ ৯০ হাজার দিরহাম জিতলেন দুই বাংলাদেশি

, প্রবাসী

আরব আমিরাত করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2025-01-15 13:33:15

সংযুক্ত আরব আমিরাতে লটারিতে দুই বাংলাদেশি ও দুই ভারতীয় মিলে মোট ২ লাখ ৮০ হাজার দিরহাম জিতেছেন। এর মধ্যে বাংলাদেশি প্রবাসী সোহেল আহমেদ আলাউদ্দিন ও সামিউল আলম আব্দুর রাজ্জাক যথাক্রমে ১ লাখ এবং ৯০ হাজার দিরহাম জিতে নিয়েছেন।

সোহেল আহমেদ আলাউদ্দিন (৪০) আমিরাতে ১৭ বছর ধরে আছেন এবং ফলের ব্যবসা পরিচালনা করছেন। গত আট বছর ধরে তিনি নিয়মিত লটারির টিকিট কিনে আসছেন। এই জয় নিয়ে তিনি বলেন, ‘লটারিতে জয় অসাধারণ অভিজ্ঞতা। আমি এই অর্থ দিয়ে একটি ব্যবসা খোলার পরিকল্পনা করছি, যা আমার বহুদিনের স্বপ্ন। আমি লটারি কেনা অব্যাহত রাখব।’

অন্যদিকে, সামিউল আলম, যিনি গত পাঁচ বছর ধরে দুবাইয়ে আছেন। তিনি জানান যে, একটি ৩০ জনের গ্রুপের অংশ হয়ে লটারির টিকিট কিনতেন। লটারিতে পাওয়া ৯০ হাজার দিরহাম গ্রুপের সবার মধ্যে ভাগ করে দেওয়ার পরিকল্পনা করছেন। সামিউল বলেন, ‘লটারি জিতে আমি খুব খুশি। সবার সঙ্গে অর্থ ভাগাভাগি করব, কারণ আমরা একসঙ্গে এ পথ পাড়ি দিয়েছি।’

সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন কোম্পানির লটারিতে অংশ নিয়ে প্রতি মাসেই এমন উল্লেখযোগ্য পুরস্কার জিতে কোটিপতির তালিকায় নাম লিখিয়ে নিচ্ছেন প্রবাসীরা।

Related News