লন্ডনে চট্টগ্রামবাসীর বিজয় দিবস উৎযাপন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

বিজয় দিবস উৎযাপন/ছবি: সংগৃহীত

বিজয় দিবস উৎযাপন/ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে বাংলাদেশের মহান বিজয় দিবস উৎযাপন করেছেন স্থানীয় চাঁটগাইয়াদের সংগঠন গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন। দিবসটি ঘিরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি।

গত শুক্রবার পূর্ব লন্ডনের নিউ রোড এলাকার চট্টগ্রাম ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুই পর্বের এই অনুষ্ঠানের যৌথভাবে সঞ্চালনা করেন ট্রাস্টি মোহাম্মাদ আলী রেজা, শহিদুল ইসলাম ও নুরুন নবী।

বিজ্ঞাপন

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যসে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সম্মানিত ট্রাস্টি ব্যারিস্টার আবুল মনসুর শাহজাহান। এসময় অতিথি হিসেবে ছিলেন লন্ডন বারা অফ বারকিং এন্ড ডেগেনহামের মেয়র কাউন্সিলর মঈন কাদেরি, নিউহাম বারার স্পিকার কাউন্সিলর রহিমা রহমান , টাওয়ার হ্যামলেটসের স্পিকার কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ, বারকিং এন্ড ডেগেনহামের কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি, কেবিনেট মেম্বার ফর এনফোর্সমেন্ট এন্ড কমিউনিটি সেফটি, কাউন্সিলর মুজিবুর রহমান লন্ডন বারা অফ নিউহাম, যুক্তরাজ্য উদীচী শিল্প গোষ্টির সভাপতি গোলাম মোস্তফা, প্রকৌশলী আলমগীর, বীর মুক্তিযোদ্ধা কামাল দেওয়ান, নাট্যকার তাপস চৌধুরী প্রমুখ।

এসময় সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন ব্যারিস্টার মনোয়ার হোসেন, ব্যরিস্টার আবুল মনসুর শাহজাহান, শওকত মাহমুদ টিপু, মোহাম্মাদ কায়সার, মাসুদুর রহমান, কুতুবুল আলম, রাজ্জাকুল হায়দার বাপ্পী, শওকত উসমান, নরুন নবী, আসমা আলম, ডাক্তার মিফতাউল জান্নাত প্রমুখ।

বিজ্ঞাপন

সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন লুনা তানজিনা, আসমা আলাম, মোহাম্মাদ আলী রেজা, শম্পা দেওয়ান, নুরুন নবী, মাহবুবুল আলাম সায়েদ, শওকত মাহমুদ টিপু, মীর রাশেদ আহমেদ প্রমুখ।

এসময় বক্তারা, মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযুদ্ধে বিলাত প্রবাসী বাঙ্গালীদের সাহসী ভুমিকা তুলে ধরেন। মুক্তিযুদ্ধের গুরুত্ব ও নতুন প্রজন্মের করনীয় নিয়ে আলোচনা করেন।

তারা বলেন, প্রবাসে নুতন প্রজন্মের কাছে, নিজ নিজ পরিবারে সন্তানদের মধ্যে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের ইতিহাস সহজভাবে তুলে ধরতে হবে। তারা বাংলাদেশ সম্পর্কে জানতে না পারলে আগামীতে প্রবাসে নুতন প্রজন্ম চিন্তা চেতনার দিক থেকে বাংলাদেশ থেকে বিছিন্ন হয়ে পড়বে।