মালয়েশিয়ার মাচাংয়ে বাংলাদেশিসহ আটক ২০
মালয়েশিয়ায় থাই সীমান্তবর্তী শহর মাচাং থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ২০ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার ( ১৮ জানুয়ারি) শেষ হওয়া এই দুই দিনের অভিযানে বৈধ নথিপত্র ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ করা এবং অতিরিক্ত অবস্থানের জন্য ২০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।
অপারেশন কোডনাম ওপ সাপু এবং অপ কুটিপের অধীনে মাচাং প্রদেশের বেশ কয়েকটি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
কেলান্তান ইমিগ্রেশনের পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মাদ হাসান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় অভিযান শুরু হয় এবং শুক্রবার ভোর ৪টার দিকে শেষ হয়।
তিনি জানান, তারা কুয়ালা ক্রাইয়ের কেরেটাপি তানাহ মেলায়ু বিএইচডি (কেটিএমবি) স্টেশন, কাম্পুং বাতু বালাই, কাম্পুং পাহি এবং কাম্পুং সুঙ্গাই হালাসহ মাচাংয়ের বেশিরভাগ এলাকাতেই এই অভিযান পরিচালনা করেন। ইমিগ্রেশন অফিসাররা এসব জায়গায় অভিযান চালিয়ে চার নারীসহ ২০ জন বিদেশিকে গ্রেফতার করেছে। অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করা এবং অতিরিক্ত থাকার জন্য তাদের গ্রেফতার করা হয়েছিল।
তিনি আরও জানান, আটককৃতরা থাইল্যান্ড, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার নাগরিক।
ইউসুফ খান বলেন, যাদের আটক করা হয়েছে, তাদের বয়স ২৫ থেকে ৫০ বছরের মধ্যে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তানাহ মেরাহে আমাদের ডিপোতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১১) এবং ১৫ (১)(সি) এর অধীনে তদন্ত করা হচ্ছে।