যে কারণে রঞ্জিতে খেলা হচ্ছে না রোহিত-কোহলির

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রোহিত শর্মা-বিরাট কোহলি

রোহিত শর্মা-বিরাট কোহলি

ভারতের ঘরোয়া আসর রঞ্জি ট্রফির দ্বিতীয় পর্বে থাকার কথা থাকলেও শেষপর্যন্ত ইনজুরির কারণে সেখানে নামা হচ্ছে না দলের অধিনায়ক রোহিত শর্মা ও তারকা ব্যাটার বিরাট কোহলির। বর্ডার-গাভাস্কার ট্রফিতে ব্যাট হাতে বাজে পারফর্মেন্সের কারণে আলোচনায় আসা এই দুই তারকা ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল স্টাফকে জানিয়েছেন, তারা কিছু ছোটখাটো আঘাত পেয়েছেন যা তাদের পরবর্তী রঞ্জি ট্রফি রাউন্ডে খেলার সুযোগ দেবে না।

বর্ডার-গাভাস্কার ট্রফিতে ব্যর্থতার কারণে কড়া অবস্থানে ভারতীয় ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের জন্য ১০ দফা আচরণবিধিও তৈরী করে দিয়েছে বিসিসিআই। যেখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় চুক্তিতে থাকতে হলে ঘরোয়া লিগ খেলা বাধ্যতামূলক। কিন্তু রঞ্জিতে খেলা নিয়ে বিরাট কোহলি-রোহিত শর্মাকে যে পাওয়া হচ্ছেই না।

বিজ্ঞাপন

সৌরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচের আগে রাজকোটে দিল্লির শিবিরে যোগ দেওয়ার কথা ছিল কোহলির।তবে হঠাৎ ই ঘাড়ের ব্যথায় ভুগছেন তিনি। যে কারণে নিয়মিত ইঞ্জেকশনও নিতে হচ্ছে কোহলিকে। তাই ধারণা করাত হচ্ছে, ব্যথা না কমলে তিনি রঞ্জি ট্রফির ম্যাচ খেলবেন না।

২৩ জানুয়ারি থেকে শুরু হবে দিল্লি-সৌরাষ্ট্র রঞ্জি ম্যাচ। যেখানে দিল্লির প্রাথমিক দলেও রাখা হয়েছে কোহলিকে। কিন্তু এরপরই প্রকাশ্যে এল তার চোটের খবর।

বিজ্ঞাপন

দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন( ডিডিসিএ)এর এক কর্তা বলেন, ‘কোহলির ঘাড়ে ব্যথা রয়েছে। ওকে ইঞ্জেকশন নিতে হচ্ছে। রঞ্জি ট্রফির আগামী ম্যাচটা হয়তো কোহলি খেলতে পারবে না। তবে বিষয়টা এখনও পরিষ্কার নয়। দিল্লির নির্বাচকরা সরকারি ভাবে জানানোর পর বোঝা যাবে।’

দিল্লির ক্রিকেটাররা ২০ জানুয়ারি রাজকোটে যাবেন। ম্যাচের আগে দু’দিন সেখানে অনুশীলন করবেন।