পারিশ্রমিক পেয়েই জয় দেখল রাজশাহী
এবারের বিপিএলে দুর্বার রাজশাহী প্রতিবাদী এক দল হিসেবেই ছিল আলোচনায়। পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বয়কট করে আলোচনায় এসেছিলেন দলটির ক্রিকেটাররা। চাপে ছিলেন কর্মকর্তারা। শেষ অব্দি প্রত্যাশিত পারিশ্রমিক বুঝে পেয়েছে দলটি। এরপরই জয়ও তুলে নিয়েছে।
নিজেদের মাঠেই পথ হারিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। এরপর চট্টগ্রামে এসেও সেই একই হতাশার গল্প তাদের। বিপিএলে আজ শুক্রবার ছুটির দিনের প্রথম ম্যাচে সিলেটকে ৬৫ রানে হারাল দুর্বার রাজশাহী। এই জয়ে পয়েন্ট টেবিলের ৪-এ উঠে এসেছে এনামুল হক বিজয়ের দল।
চট্টগ্রামের মাঠে দুপুরে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে রাজশাহী। তারা তুলে ১৮৪ রান। জবাব দিতে নেমে ১৭.৩ ওভারে ১১৯ রান তুলে অলআউট হয় সিলেট।
এদিন ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় সিলেট। প্রথম ওভারে সানজামুল ইসলামের বলে মাত্র ২ রান করে আউট হন আইরিশ ব্যাটার পল স্টারলিং। তৃতীয় ওভারে সানজামুলের দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফেরেন আরেক ওপেনার রনি তালুকদার। তবে সিলেটের হয়ে আসরে দারূণ ফর্মে থাকা জাকির হাসান এদিনও ছিলেন দারুণ ছন্দে।
দলীয় ৭১ রানের মাথায় ৪ চার ও দুই ছয়ে ২৮ বলে ৩৯ রান করে আউট হন তিনি। তারপরের ওভারেই সাজঘরে ফেরেন জর্জ মানসি। তার ব্যাট থেকে আসে ২০ রান। এরপর আর কেউই দলের হাল ধরতে পারেনি। শেষে জাকের আলী অনিকের ২০ বলে ৩১ রানের ইনিংস কেবলমাত্র হারের ব্যবধানই কমিয়েছে। ১৫ বল বাকি থাকতেই ১১৯ রানে অল-আউট হয় সিলেট।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে প্রত্যাশিত শুরু পায়নি রাজশাহী। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ২৯ রানে নাহিদুল ইসলামের প্রথম শিকার হয়ে মাঠ ছাড়েন ওপেনার মোহাম্মাদ হারিস। আউট হওয়ার পূর্বে তার ব্যাট থাকে আসে ১৪ বলে ১৯ রান। প্রথম পাওয়ারপ্লেতে মাত্র ৩৮ রান করতে পারে রাজশাহী।আরেক ওপেনার জিসান আলম ব্যাটিংয়ে নিজেকে হারিয়ে খুঁজছেন। ১৮ বলে ২০ করে নাহিদুলের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি।
অধিনায়ক বিজয়ও ইনিংস বড় করতে পারেননি। ২২ বলে ৩২ রানে থেমে যেতে হয় তাকে।ইয়াসির আলী রাব্বিও ফেরেন ১৯ রান করে। রাজশাহীর হয়ে ব্যাক্তিগত সর্বোচ্চ রান এসেছে জিম্বাবুয়ান অলরাউন্ডার রায়ান বার্ল এর ব্যাট থেকে। চলতি বিপিএলে দূর্দান্ত ফর্মে থাকা বার্লের ব্যাট থেকে আসে ২৭ বলে ৪১ রান। শেষে মৃত্যুঞ্জয় চৌধুরীর ৬ বলে ১২ রানে ভর করে ১৮৪ রানের লড়াকু পুঁজি পায় রাজশাহী। সিলেটের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রুয়েল মিয়া।
এই হারে পয়েন্ট তালিকায় বিপাকে সিলেট। ৭ ম্যাচ খেলে মাত্র ২ জয়ে পয়েন্ট তালিকার ছয়ে আছে আরিফুল হকের দল। ৭ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট রাজশাহীর।