হঠাৎ চাকরি ছাড়লেন বিসিবির কোচ

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নিক পোথাস

নিক পোথাস

জাতীয় দলের সঙ্গে বেশ মানিয়ে নিয়েছিলেন তিনি। সামনেই আরেকটা মিশন-আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ঠিক এমন সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়ালেন নিক পোথাস।

তার এমন সরে দাঁড়ানোটা চমকে যাওয়ার মতোই ব্যাপার। পোথাস নিজেই জানালেন কেন এই পদত্যাগ। দক্ষিণ আফ্রিকান কোচ বলেন মূলত পারিবারিক কারণেই বিসিবির চাকরি ছেড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এ তথ্য জানালেন পোথাস।

বিজ্ঞাপন

অথচ শুধু চ্যাম্পিয়ন্স ট্রফিই নয়, ২০২৬ সালের মার্চ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল পোথাসের। বড় একটা আসর যখন সামনে থখনই সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে, জানালেন তিনি আর টাইগারদের সঙ্গে থাকছেন না। পোথাস লিখেছেন, ‘সবাইকে মিস করবো। দেখুন, সব ভালো জিনিসের মতো আমার এই অধ্যায়ও শেষ। বাংলাদেশ ক্রিকেটের অনেকের সঙ্গে আমার অসাধারণ সময় কেটেছে। আমরা একসঙ্গে অনেক রেকর্ড গড়েছি, ইতিহাস গড়েছি। অসাধারণ স্মৃতি সঞ্চয় করেছি। এখন পরিবারের সঙ্গে কিছু ভালো সময় কাটানোর অপেক্ষা। এরপর পরের অধ্যায়ে কী আছে দেখা যাবে।’

সরে দাঁড়ানোর ঘোষণাতে শুভকামনা জানালেন বাংলাদেশ দলকে। পোথাস আরও লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটে সামনে অসাধারণ একটা বছর অপেক্ষা করছে। সবার জন্য শুভকামনা। তোমাদের মিস করবো।’

বিজ্ঞাপন

পোথাসের বাংলাদেশ অধ্যায় শুরু হয় ২০২৩ সালে। ২০১৭-১৮ মৌসুমে শ্রীলঙ্কা দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন তিনি। ২০১৮-১৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের হেড কোচও ছিলেন পোথাস।