ক্লার্কের সেঞ্চুরিতে ২০০ চট্টগ্রাম

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গ্রাহাম ক্লার্ক

গ্রাহাম ক্লার্ক

বিপিএলে ৪ ম্যাচের ৩টিতেই জয় পেয়েছে চিটাগং কিংস। ঘরের মাঠে গিয়েই যেন আরও বেশি আগ্রাসী হয়ে উঠলো বন্দর নগরীর দলটির টপ-অর্ডার ব্যাটাররা। খুলনা টাইগার্সের সঙ্গে রীতিমত রান উৎসবে মেতেছেন তারা।

আজ বৃহস্পতিবার টসে জিতে চিটাগংকে ব্যাটিংয়ে পাঠান খুলনা অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। দলীয় ১৮ রানের মাথায় ১০ রান করে সাজঘরে ফেরেন ওপেনার উসমান খান। এরপরই শুরু হয় চিটাগংয়ের ব্যাটিং ঝড়। ২০০ রানে থামে চিটাগংয়ের ইনিংস।

বিজ্ঞাপন

গ্রাহাম ক্লার্ক ও পারভেজ হোসেন ইমনের ১২৮ রানের জুটিতে বড় রানের ভিত্তি পায় চিটাগং। মোহাম্মাদ নাওয়াজের বলে আউট হওয়ার আগে ইমনের ব্যাট থেকে আসে ২৯ বলে ৩৯ রানের ইনিংস। তবে সবথেকে বেশি ধ্বংসযজ্ঞ চালিয়েছেন ক্লার্ক। একপ্রান্ত থেকে খুলনা বোলারদের শাসন করে গিয়েছেন এই ইংলিশ ব্যাটার। ৪৮ বলে ৭ চার ও ৬ ছক্কায় তুলে নেন সেঞ্চুরি।

সেঞ্চুরির পর অবশ্য টিকতে পারেননি বেশিক্ষণ। ৫০ বলে ১০১ রান করে সালমান ইরশাদের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি।তবে শুরুর মত শেষটা ভালো হয়নি চিটাগংয়ের।

বিজ্ঞাপন

শামীম হোসেন পাটোয়ারি ও ও হায়দার আলী কেউই ইনিংস লম্বা করতে পারেননি। শামীম ফেরেন ১৩ বলে ১৬ রান করে,হায়দারের ব্যাট থেকে আসে মাত্র ১ রান। শেষ ৪ ওভারে মাত্র ৩২ রান তুলতে পেরেছে চিটাগং। আর তাতেই ২০০ রানে থামে চিটাগংয়ের ইনিংস। খুলনার হয়ে নাওয়াজ ও সালমান ইরশাদ নেন ৩ টি করে উইকেট।