ভারতীয় ক্রিকেটারদের জন্য ১০ দফা নিষেধাজ্ঞা
ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ এরপর বর্ডার-গাভাস্কার ট্রফিতে ১-৩ এ পরাজয়, টেস্টে ভারতের এমন অসহায় আত্মসমর্পণ খুব একটা দেখা যায় না। এমন বাজে পারফরম্যান্স এর পর ক্রিকেটারদের উপর চড়াও হয়েছেন সাবেক খেলোয়াড় থেকে শুরু করে ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই)।
এবার রোহিত শর্মা-বিরাট কোহলিদের জন্য ১০ দফা নিষেধাজ্ঞা জারি করতে চলেছে বোর্ড। যা বাধ্যতামূলক মানতে হবে ভারতীয় খেলোয়াড়দের।
এই নিয়ম বাস্তবায়িত হলে ক্রিকেটাররা অনেক ধরনের সুখ-সুবিধা থেকে বঞ্চিত হবে। ইন্ডিয়া টুডে’ বোর্ডের এই নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করেছে। ক্রিকেটারদের আরও পেশাদার করার লক্ষ্যে রোহিত শর্মা, কোচ গৌতম গম্ভীর, প্রধান নির্বাচক অজিত আগারকার ও বিসিসিআই সভাপতি রজার বিনির মধ্যে অনুষ্ঠিত বৈঠকে ১০ দফার এই আচরণবিধি তৈরি করা হয়েছে।
১০ দফা এক নজরে-
১. ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক
জাতীয় দলে সুযোগ পেতে গেলে এবং কেন্দ্রীয় চুক্তির আওতায় আসতে গেলে সকল ক্রিকেটারকে বাধ্যতামূলক ঘরোয়া ক্রিকেট খেলতে হবে।এর ফলে খেলোয়াড়দের ম্যাচ ফিটনেস বজায় থাকবে এবং ঘরোয়া ক্রিকেটের মান বজায় থাকবে। কোনো ক্রিকেটার ঘরোয়া ক্রিকেট খেলতে না পারলে উপযুক্ত কারণ দেখিয়ে প্রধান নির্বাচকের অনুমতি নিতে হবে।
২. পরিবারের সঙ্গে যাতায়াতে নিষেধাজ্ঞা
সমস্ত ক্রিকেটারকে দলের সঙ্গে থাকতে হবে। ম্যাচ এবং অনুশীলন সব ক্ষেত্রেই তাকে দলের সঙ্গে যেতে হবে। পরিবারের সঙ্গে আলাদা ভাবে যাতায়াত করা যাবে না।
৩. মালপত্রের বাড়তি ওজন
এখন থেকে ক্রিকেটাররা চাইলেই ইচ্ছা মত ব্যাগ নিতে পারবেন না। বোর্ডের নিয়ম অনুযায়ী ৩০ দিনের বেশি সফরে গেলে ক্রিকেটারেরা পাঁচটি ব্যাগ নিতে পারবেন। তার মধ্যে দু’টি খেলার সরঞ্জামের কিট ব্যাগ। ৩০ দিনের কম হলে ক্রিকেটারদের ব্যাগের সংখ্যা চারটির বেশি হবে না।
৪. ব্যক্তিগত সহকারী
এখন থেকে ক্রিকেটারেরা আগের মত আর নিজেদের ম্যানেজার, সহকারী, নিরাপত্তারক্ষী, রাঁধুনি নিয়ে যেতে পারবেন না। বোর্ডের অনুমতি নিতে হবে এমন কাউকে নিয়ে যেতে হলে।
৫. বাড়তি কিছু নেওয়ার জন্য অনুমতি
কোনো বাড়তি সরঞ্জাম বা ব্যক্তিগত কোনও জিনিস নিতে হলে আগে থেকে অনুমতি নিতে হবে ক্রিকেটারদের। এই বাড়তি বোঝার জন্য যে বাড়তি খরচ হবে তা খেলোয়াড়দের ই বহন করতে হবে।
৬. অনুশীলনে উপস্থিতি
অনুশীলনে নির্ধারিত সময়ে আসা বাধ্যতামূলক। দলের সঙ্গে অনুশীলনে যেতে হবে এবং একসঙ্গেই ফিরতে হবে।
৭. সফরের মাঝে বিজ্ঞাপনে করায় নিষেধাজ্ঞা
ক্রিকেট সফরের মাঝে ব্যাক্তিগত বিজ্ঞাপনের কাজ করা যাবে না। খেলা থেকে মনঃসংযোগ যাতে সরে না যায়, সেই কারণে এমন সিদ্ধান্ত।
৮. ক্রিকেট সফরে পরিবার
৪৫ দিনের বিদেশ সফরে ক্রিকেটারদের সঙ্গে দু’সপ্তাহের বেশি সময় থাকতে পারবেন না তাদের পরিবার। ক্রিকেটারদের সঙ্গী এবং সন্তানদের এক বারের জন্যই আসতে দেওয়া হবে। এলেও দু’সপ্তাহের বেশি থাকতে পারবেন না। এমনকি কোচ, অধিনায়ক এবং ম্যানেজারদের ঠিক করে দেওয়া দিনেই শুধুমাত্র পরিবারের লোকজন আসতে পারবেন। ক্রিকেটারদের পরিবার বাইরের অন্য কাউকে তাঁদের সঙ্গে দেখা করার অনুমতি দেবে না বোর্ড।
৯. বোর্ডের কাজে উপস্থিতি
ভারতীয় ক্রিকেট বোর্ডের বিভিন্ন শুট এবং বিজ্ঞাপনের কাজে ক্রিকেটারদের থাকতে হবে। বোর্ডের অনুষ্ঠানেও তাঁদের উপস্থিতি বাধ্যতামূলক।
১০. সফরের শেষ পর্যন্ত থাকা
ম্যাচ আগে শেষ হয়ে গেলেও ক্রিকেটারদের দলের সঙ্গেই থাকতে হবে। যত দিন না সফর শেষ হচ্ছে, তত দিন ক্রিকেটাররা দলের বাইরে যেতে পারবেন না।