রুয়েটে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মো. আব্দুস সালাম (২৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকালে গুরুতর আহত অবস্থায় রামেক হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শ্রমিক পেশায় রাজমিস্ত্রি। তিনি পঞ্চগড় জেলার বোদা থানার দড়িপাড়া এলাকার আয়নুল হকের ছেলে।

বিজ্ঞাপন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নির্মাণাধীন ভবনের ৫ তলা থেকে পড়ে গুরুতর আহত হন সালাম। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ আইনি প্রক্রিয়ার জন্য হাসপাতালের মর্গে রয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে রাজশাহী নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, রুয়েটে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে শুনেছি। আমরা তথ্য সংগ্রহ করছি। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।