ছাত্রলীগের শীর্ষ সন্ত্রাসীরা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে: ছাত্রদল সাধারণ সম্পাদক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের শীর্ষ সন্ত্রাসীরা এখনো পর্যন্ত বিভিন্ন এলাকায় আলাপ আলোচনার মাধ্যমে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে ছাত্রদলের আয়োজনে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে মার্চ ফর জাস্টিস পদযাত্রা শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পদযাত্রাটি শেষ হয়। পদযাত্রায় অংশ নিয়ে তিনি এসব বলেন।

বিজ্ঞাপন

নাছির উদ্দীন নাছির বলেন, গত সাড়ে ১৫ বছর ধরে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে যারা ধ্বংস করেছেন এবং এদেশের গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মীরা যেখানে সংগঠন ছাত্রলীগের হাতে নির্মম নির্যাতনের শিকার হয়েছিল, সেই সংগঠন ছাত্রলীগ ইতিমধ্যে নিষিদ্ধ হয়েছে। কিন্তু আমরা দেখলাম সেই খুনি সংগঠন ছাত্রলীগকে শুধুমাত্র নিষিদ্ধই করা হয়েছে। ছাত্রলীগের কোন শীর্ষ সন্ত্রাসীকে এই অন্তর্বর্তী সরকার এখনও পর্যন্ত গ্রেফতার করতে পারেনি।

তিনি বলেন, শুধুমাত্র শীর্ষ সন্ত্রাসীরাই বাংলাদেশের প্রতিটি জেলায় ছাত্রলীগের যে শীর্ষ সন্ত্রাসীরা তারা সবাই গা ঢাকা দিয়ে অবস্থান করছে। কিন্তু অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় হচ্ছে এই সকল ছাত্রলীগের শীর্ষ সন্ত্রাসীরা এখনো পর্যন্ত বিভিন্ন এলাকায় আলাপ আলোচনার মাধ্যমে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আমরা অনতিবিলম্বে ছাত্রলীগের শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। জুলাই আগস্ট আন্দোলনে যারা প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের হামলা করেছে সেই সকল আওয়ামী লীগের দোষরদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানাচ্ছি।

বিজ্ঞাপন