রাঙামাটিতে ১৫ লাখ টাকার বিদেশি সিগারেট আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাঙামাটি
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতীয় সীমান্ত থেকে শুল্ক বিহীন অবৈধভাবে বিদেশী সিগারেট পাচারের সময় ১৫ লাখ টাকার সিগারেট আটক করেছে সেনা-বিজিবির যৌথ বাহিনীর সদস্যরা।

বিজ্ঞাপন

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ঘাগড়া-কাপ্তাই সড়কের বগাপাড়া ব্রীজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৭ বস্তা সিগারেট উদ্ধার করে।

এসময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটি বিজিবি সেক্টর সদরের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রতিবেদককে জানিয়েছেন আমরা সেনা-বিজিবি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সিগারেটগুলো উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

জব্দকৃত বিদেশী সিগারেটগুলোর মধ্যে পেট্টোন ১৬ কার্টুন ও অরিস ৮ কার্টুন।

জব্দকৃত সিগারেটগুলোর বাজার মূল্য আনুমানিক প্রায় ১৫ লাখ টাকা হবে বলে জানিয়েছে বিজিবি।

এই ঘটনায় অজ্ঞাতনামাদের আসামী করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থ নেওয়া হচ্ছে এবং অবৈধ সিগারেটগুলো কাস্টমসকে বুঝিয়ে দেয়া হবে বলেও জানিয়েছেন বিজিবি কর্তৃপক্ষ।

এদিকে, একদিন আগেই শুক্রবার দুপুরে রাঙামাটি থেকে সিএনজি অটোরিকশায় করে কাপ্তাই সড়ক দিয়ে চট্টগ্রাম নিয়ে যাওয়ার সময় ১৫ লাখ ৬৮ হাজার ৯শ টাকার বিদেশি এই একই ব্র্যান্ডের অবৈধ পেট্টোন ও অরিস সিগারেট আটক করেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানা পুলিশ।

রাঙামাটি শহরের একাধিক নির্ভরযোগ্য সূত্র নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেদককে জানিয়েছে, মধ্যরাতে এবং শেষ রাতের দিকে রাঙামাটি শহরের কাপ্তাই হ্রদের তীরবর্তী কয়েকটি স্থানে ইঞ্জিন বোটে করে এসকল অবৈধ সিগারেট এনে নিজেদের বাসায় মজুদ করে রাখে চোরাচালানি চক্র।

পরবর্তীতে বিভিন্ন ছদ্মাবরনে অটোরিক্সায়, পণ্যবাহী ট্রাকে, কাভার্ড ভ্যানে, মাছের গাড়িতে, মৌসুমী পণ্যের গাড়িতে, বিস্কুট ও গুড়ো দুধবাহী গাড়িতে করে এসকল অবৈধ সিগারেট রাঙামাটি থেকে চট্টগ্রামে পাচার করে আসছে সিন্ডিকেট চক্র।