ইতালিতে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

, প্রবাসী

ইসমাইল হোসেন স্বপন, ইতালি | 2025-01-20 18:19:23

ইতালির ভিছেন্সায় আগামী দিনে বিএনপির নেতৃত্ব ও কর্মী সমর্থক ভাবনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ শনিবার) ইতালির ভিছেন্সায় স্থানীয় একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলেই আগামী ইতালী বিএনপির নেতৃত্বে এমন নেতাকেই চান যার হাত ধরে যার নেতৃত্বে দল উপকৃত হবে সংগঠনের কাঠামো হবে আরো মজবুত ও ঐক্যবদ্ধ।

স্থানীয় বিএনপি নেতা সাবেক ছাত্রনেতা ও ব্যবসায়ী আব্দুল হালিমের সভাপতিত্বে, ভিছেন্সা বিএনপি'র সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ছাত্তারের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিকদার মোহাম্মদ কায়েস সাবেক সিনিয়র সহ-সভাপতি ভিছেন্সা বিএনপি ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সমন্বয়ক বহির্বিশ্বের, জিয়া প্রজন্ম দল (জেড,পি,ডি) কেন্দ্রীয় কমিটি।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বর্ষিয়ান বিএনপি নেতা খবির খন্দকার সাবেক উপদেষ্টা সদস্য ভিছেন্সা বিএনপি। বিশেষ অতিথি বর্ষিয়ান নেতা আব্দুল্লাহ আল মামুন সাবেক সহ-সভাপতি ভিছেন্সা বিএনপি। বিশেষ অতিথি ইমরান খান প্রধান উপদেষ্টা যুবদল ভিছেন্সা শাখা ও যুব বিষয়ক সম্পাদক জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি জাফর আহমেদ, সাবেক সহ-সভাপতি ভিছেন্সা বিএনপি। বিশেষ অতিথি সাবেক তুখোর ছাত্রনেতা মামুন খান। বিশেষ অতিথি সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মনিরুজ্জামান। বিশেষ অতিথি ইতালি বিএনপি'র সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল। বিশেষ অতিথি সোহেল সারেং সহ সভাপতি জাতীয়তাবাদী যুবদল ভিছেন্সা শাখা। বিশেষ অতিথি আব্দুল ওয়াহাব জাতীয়তাবাদী যুবদল ভিছেন্সা শাখার সাধারণ সম্পাদক। বিশেষ অতিথি মিহাদ হাসান নয়ন জাতীয়তাবাদী যুবদল ভিছেন্সা শাখার সিঃ সহ-সাধারণ সম্পাদক। বিশেষ অতিথি জাকির খন্দকার প্রথম সম্মানিত সদস্য জাতীয়তাবাদী যুবদল ভিছেন্সা শাখা। বিশেষ অতিথি শরীফ হোসেন ও আনিসুর রহমান এবং মীর ইসমাইল, মোঃ জাহাঙ্গীর, পারভেজ আহমেদ, সাইফুল ইসলাম জুয়েল, মইদুল ইসলাম মিন্টু, আফতাব উদ্দিন শাকিল সহ প্রমুখ নেতৃবৃন্দ।

বিগত ফ্যাসিবাদ ও স্বৈরাচার হটাও এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যার নেতৃত্বে ইতালিসহ হয় ইউরোপের প্রতিটি দেশে আন্দোলন সংগ্রাম বেগবান হয়েছে, দলকে সুসংগঠিত রাখার লক্ষ্যে যিনি নিরলস পরিশ্রম করেছেন, কর্মীবান্ধব সকলের প্রিয় রাজনৈতিক, জনাব ঢালী নাসির উদ্দিন ভাইকে ইতালি বিএনপির সভাপতি হিসেবে চিন্তা করেন এবং তার বিকল্প অন্য কেহ আছেন বলে তারা মনে করেন না। তাই বক্তারা বিচক্ষণ নেতৃত্ব জনাব তারেক রহমানের বরাবর আবেদন করে বলতে চেয়েছেন যেন ঢালী নাসির উদ্দিন সাহেবকেই ইতালী বিএনপির সভাপতির দায়িত্ব অর্পণ করা হয় এবং সে লক্ষ্যে তারা কাজ করে যাবেন সে প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদল ভিছেন্সা শাখার সাধারণ সম্পাদক বিশিষ্ট সংগঠক ও ক্রীড়াবিদ আব্দুল ওয়াহাব। প্রধান অতিথি বিশেষ অতিথিদের পাশাপাশি সভায় আরো গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন- জাকির খন্দকার, পারভেজ, সারেং সোহেল, আরিফ হোসেন, কামাল মিয়া সহ প্রমুখ নেতৃবৃন্দ।

এছাড়াও অন্যান্যর মধ্যে সভায় উপস্থিত ছিলেন মনির হোসেন, তৌহিদ আল পোলিট, মোঃ মোস্তাক মিয়া, মোহাম্মদ শিহাব রহমান, জাহাঙ্গীর, সুজিত ঘোষ, কামাল, আব্দুল আউয়াল, ওহিদুল, আবুল, আরিফ, শাকিল সাইফুল সহ অসংখ্য নেতা কর্মী।

পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন সেজন্য দোয়া করা হয় এবং সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে এবং নৈশ ভোজ গ্রহণ করে সবার মুলতবি ঘোষণা করা হয়।

Related News