টাটা গ্রুপের রতন টাটা মারা গেছেন

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-10-10 01:45:52

ভারতের বৃহত্তম সংস্থা টাটা সন্সের কর্ণধার রতন টাটা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৬ বছর।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গ্রুপটির বর্তমান চেয়ারম্যান চন্দ্রশেখরের বরাত দিয়ে মৃত্যুর খবর নিশ্চিত করেছে গণমাধ্যমটি।

এছাড়া, প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বার্ধক্যজনিত কারণে গত সোমবার (৭ অক্টোবর) হাসপাতালে ভর্তি হয়েছিলেন রতন টাটা। হাসপাতালেই আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। 

রতন টাটার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শোক প্রকাশ করেছে। 

এছাড়া, রাহুল গান্ধী, গৌতম আদানীও রতন টাটার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বার্তা প্রদান করেছে।

উল্লেখ্য, ১৯৩৭ সালের ২৮ ডিসেম্বর মুম্বাইয়ে পারসিক পরিবারে জন্ম রতন টাটার। পরবর্তীতে টাটা পরিবার তাকে সেখান থেকে দত্তক হিসেবে গ্রহণ করে। মাত্র ২১ বছর তিনি টাটা গ্রুপের দায়িত্ব নিয়েছেন। এরপর গ্রুপের আয় বেড়েছে ৪০ গুণ ও মুনাফা বেড়েছে ৫০ গুণ। ৭৫ বছর বয়সে ২০১২ সালে টাটা গ্রুপের নির্বাহী ক্ষমতা ছেড়ে দেন রতন টাটা।

২০০০ সালে ‘পদ্মভূষণ’ সম্মান পান রতন টাটা। ২০০৮ সালে পান ‘পদ্ম বিভূষণ সম্মান’। মহারাষ্ট্র, আসাম সরকারও তাকে সম্মান প্রদান করে। এছাড়া, ইউনিভার্সিটি অব কেমব্রিজ, লন্ডন স্কুল অব ইকনমিক্স, আইআইটি বম্বে, ইয়েল ইউনিভার্সিটি, রানি দ্বিতীয় এলিজাবেথ, রাজা তৃতীয় চার্লসের থেকেও বিশেষভাবে সম্মানিত হন।

Related News