জার্মানির শহরে ইসরায়েলবিরোধী সমাবেশ হতে দেয়নি পুলিশ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পরিবেশকর্মী সুইডেনের গ্রেটা থানবার্গ উপস্থিত থাকবেন বলে ইসরায়েলবিরোধী একটি প্রতিবাদ কর্মসূচি ভণ্ডুল করে দিয়েছে জার্মানির পুলিশ।

জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর ডোর্টমেন্টে বুধবার ইসরায়েলবিরোধী এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বিজ্ঞাপন

বুধবার (৯ অক্টোবর) ইসরায়েলের সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল এ খবর জানায়।

খবরে বলা হয়, জার্মান পুলিশ জানিয়েছে, জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর ডোর্টমেন্টে বুধবার ইসরায়েলবিরোধী একটি প্রতিবাদ কর্মসূচি তারা ভণ্ডুল করে দিয়েছে। কারণ, সেখানে সুইডেনের পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গের উপস্থিত থাকার কথা ছিল।

পুলিশ জানায়, ইসরায়েলবিরোধী প্রতিবাদ কর্মসূচিতে গ্রেটা থানবার্গ উপস্থিত থাকলে সেখানে অনেক লোকজন জড়ো হবে। সে কারণে মঙ্গলবার রাতে তারা সিদ্ধান্ত নেয় প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত করতে দেওয়া হবে না।

তারা যত লোক জড়ো হওয়ার অনুমতি দিয়েছে, গ্রেটা থার্নবার্গ উপস্থিত থাকলে সে তুলনায় অনেক বেশি লোক হবে। সে কারণে তারা সে সমাবেশ হতে দেয়নি।

এর আগে সোমবার বার্লিনে অনুষ্ঠিত ইসরায়েলবিরোধী প্রতিবাদ কর্মসূচিতে গ্রেটা থানবার্গ উপস্থিত ছিলেন।