পূর্ব ঘোষণা অনুযায়ী ইরান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে প্রস্তুত। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে ইরানের বার্তাসংস্থা তানসিম। সূত্র জানিয়েছে, ইরান যেকোনো আগ্রাসনের জবাব দেওয়ার জন্য প্রস্তুত।
তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, কোনো সন্দেহ নেই যে ইসরায়েল যেকোনো পদক্ষেপের (ইরানের বিরুদ্ধে) উপযুক্ত জবাব পাবে, যোগ করেছে সূত্রটি।
শনিবার ভোরে, স্থানীয়রা ইরানের রাজধানীতে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পায়। তেহরানের পশ্চিমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
তেহরানের চারপাশে তিনটি স্থানে ইসরায়েলি সামরিক হামলায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এসব প্রতিহতে সক্রিয় ছিল।
১ অক্টোবর, ইরান হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়াহ, হিজবুল্লাহ প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসি জেনারেল আব্বাস নীলফরউশানকে ইসরায়েলি হত্যার জবাবে ইসরায়েলি ইহুদিবাদী শাসকের সামরিক ও গোয়েন্দা ঘাঁটির দিকে ২০০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
ইরানি কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন, ইসরায়েলের যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে তেহরানের প্রতিক্রিয়া হবে অত্যন্ত কঠোর।