ইসরায়েলি হামলায় গাজা ও লেবাননে ১৪০ জন নিহত
ইসরায়েলি বর্বর হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ও লেবাননে ১৪০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গাজায় ৯৫ জন এবং লেবাননে ৬ জন চিকিৎসকসহ ৪৫ জন রয়েছেন।
শুক্রবার (১ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ভোর থেকে গাজা ভূখণ্ডজুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭৫ জন ফিলিস্তিনের অবরুদ্ধ উত্তর গাজার নাগরিক ও ফিলিস্তিনের অন্যান্য স্থানের ২০ জন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননে ইসরায়েলের বিমান হামলায় ৪৫ লেবানিজ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬ জন চিকিৎসক রয়েছেন।
গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের গণহত্যায় কমপক্ষে ৪৩ হাজার ২০৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ১ লাখ ১ হাজার ৬৪১ জন।
এছাড়া গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে এখন পর্যন্ত ২ হাজার ৮৬৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৩ হাজার ৪৭ জন।
মূলত ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদ জানিয়ে আসছিলো ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এরই জেরে গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে।
এদিকে হিজবুল্লাহও ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টাে আক্রমন চালিয়ে যাচ্ছে। হিজবুল্লাহর ছোড়া রকেটে উত্তর ইসরায়েলে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার বিদেশি কর্মী এবং তিনজন ইসরায়েলি নাগরিক।
এর আগে গত সপ্তাহে লেবাননে অভিযানরত ইসরায়েলি বাহিনীর ৭০ জন সেনাকে হত্যার দাবি করেছে শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি।