ভারতে দীপাবলির অনুষ্ঠানে ‘ওনিয়ন বোমা’ বিস্ফোরণ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের অন্ধ্রপ্রদেশে দীপাবলির অনুষ্ঠানে আতশবাজি দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬ জন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাজ্যেটির ইলুরু জেলায় এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি লাইভের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, দীপাবলিকে কেন্দ্র করে আতশবাজি বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। এ ঘটনায় যিনি মারা গেছেন তার নাম সুধাকর।

জানা যায়, দীপাবলির অনুষ্ঠানের জন্য ওই ব্যক্তি একটি টু-হুইলারে করে আতশবাজির চালান নিয়ে যাচ্ছিলেন। ওই আতশবাজিগুলো ‘ওনিয়ন বোমা’ নামে পরিচিত। হঠাৎ বাইকটি একটি স্থানীয় মন্দিরের কাছে গর্তে আঘাত করে। সঙ্গে সঙ্গে বোমাগুলো পড়ে যায় এবং বিস্ফোরিত হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরিত হওয়া বোমাগুলো আইইডি বা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের মতোই শক্তিশালী ছিল।

এদিকে সামাজিকমাধ্যমে ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, সাদা স্কুটারে করে দুই ব্যক্তি একটি রাস্তা দিয়ে দ্রুত গতিতে আসছিলেন। বাইকটি একটি মেইন রাস্তার সংযোগ পয়েন্টে এলে দ্রুতগামী বাইকটি বিস্ফোরিত হয়। সেসময় রাস্তার মোড়ে ৫-৬ জন দাঁড়িয়ে ছিলেন।

বিস্ফোরণটি এত শক্তিশালী ছিল যে পুরো এলাকাটি কালো ধোঁয়ায় ঢেকে যায়। চারপাশে কাগজের টুকরো উড়তে থাকে। ধোঁয়া সরে যাওয়ার পর দেখা যায় দুজন লোক বিস্ফোরণ থেকে কোনওরকমে বেঁচে নিরাপদ স্থানের দিকে ছুটে যাচ্ছেন। পাশেই একটি ছিন্নভিন্ন মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছড়া পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।